নরসিংদীর মনোহরদীতে অবৈধ কারখানায় পুরোনো ব্যাটারী থেকে সিসা সংগ্রহ করা হচ্ছে।কারখানার বিষাক্ত ধোঁয়ায় পরিবেশ দূষিত হওয়ার পাশাপাশি দেখা দিচ্ছে নানা রোগবালাই।সারাদিন কারখানার শ্রমিকরা সিসা প্রসেসিং কাজে ব্যস্ত থাকলেও সারা রাত ধরে চলে ব্যাটারী গলানোর কাজ।উপজেলার একদুরিয়া ইউনিয়নের চঙ্গভাণ্ডা গ্রাম ও নোয়াদিয়া সড়কের পাশে এই কারখানাটি গড়ে উঠেছে।
এলাকাবাসী জানান,এখানে অজোপাড়া গ্রামে এ দূষিত কারখানাটি তৈরী করা হয়েছে।কারখানায় ২০/২৫ জন শ্রমিক দিন-রাত কাজ করছেন। কারখানার দরজা সবসময় বন্ধ থাকে।বাহিরের কোন লোকজনকে ভিতরে ঢুকতে দেওয়া হয় না।তবে পুরোনো ব্যাটারী থেকে রাতের আঁধারে ঠিকই তারা ব্যাটারী গলিয়ে পরিবেশ দূষণ করছে।এতে করে এলাকায় বিভিন্ন ধরণের রোগবালাই ছড়িয়ে পড়ছে।দূষিত হচ্ছে প্রাকৃতিক পরিবেশ।এমতাবস্থায় এলাকাবাসী ভোরেরবাণী প্রতিনিধির মাধ্যমে সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা এবং পরিবেশ দূষণ রোধে অবৈধ কারখানাটি বন্ধ করতে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।