মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়নের চরপাড়া গ্রামের মোহাম্মদ আলী ওরফে মহাদালী নামে এক ব্যক্তিকে ধর্ষণের অপরাধে আটক করে মনোহরদী থানা পুুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।
জানা যায়,উপজেলার চালাকচর ইউনিয়নের চরপাড়া গ্রামের মোহাম্মদ আলী ওরফে মহাদালী নামে মানুষরুপী এক নরপশু মাদ্রাসা পড়ুয়া এক নাবালিকা মেয়েকে ভয় ভীতি দেখিয়ে দীর্ঘ দিন যাবৎ ধর্ষণ করে আসতেছিল।দীর্ঘ দিন ধর্ষণের ফলে মেয়েটি ৬ মাসের গর্ভবর্তী হয়ে যাওয়ার পর ধর্ষক এলাকা থেকে পালিয়ে যায়।দীর্ঘ দিন পলাতক থাকার পর চালাকচর ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার জনাব সাইদুর রহমান এর ঐকান্তিক চেষ্টার ফলে বৃহঃবার(৭ মার্চ)সন্ধ্যায় পার্শবর্তী কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মঠখোলা বাজার হতে চালাকচর ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের মেম্বার জনাব সাইদুর রহমান এর নেতৃত্বে জনাব শরীফ মিয়া,জনাব,মোশারফ মিয়া এবং জনাব খোকন মিয়া,র সহযোগীতায় ধর্ষক মোহাম্মাদ আলী ওরফে মহাদালীকে আটক করে মনোহরদী থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।এলাকাবাসী জানান,তার স্ত্রী বিদেশ থাকে।
সে এলাকার বিভিন্ন অপকর্মে লিপ্ত।তার চরিত্র অনেক খারাপ।আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই,যাতে করে কেউ যেন এই ধরণের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হতে সাহস না পায়।