নরসিংদীর মনোহরদীতে বাড়ীর পাশের ডোবায় পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।রবিবার(২৩ মার্চ)সকাল ১১ টার দিকে উপজেলার শুকুন্দী ইউনিয়নের ভিটিপাড়া গ্রামে এ দূর্ঘটনা ঘটে।শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন,শুকুন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,সাদিকুর রহমান শামীম।মারা যাওয়া শিশু আবদুল্লাহ্(৩)মনোহরদী বাসস্ট্যান্ড এর বিশিষ্ট ব্যবসায়ী,শুকুন্দী ইউনিয়নের ভিটিপাড়া গ্রামের মোঃজাহাঙ্গীর আলমের বড় ছেলে।
জানা গেছে,বেলা ১০ টার দিকে শিশু আবদুল্লাহ্ তার মায়ের হাতের খাবার খেয়ে বাহিরে খেলতে বের হয়।সে খেলতে খেলতে এক পর্যায়ে বাড়ীর পাশের ডুবায় পড়ে ডুবে যায়।পরিবারের লোকজন শিশু আবদুল্লাহ কে অনেকক্ষণ যাবৎ দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন।এক পর্যায়ে পাড়ার পাশের ডুবায় তাকে দেখতে পান।পরে তাকে উদ্ধার করে মনোহরদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।শিশু আবদুল্লাহর মৃত্যুতে তার পরিবারে শোকের ছাড়া নেমে আসে।