কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার ফিলিপনগর ইউনিয়ন ২ নং ওয়ার্ডের খানকাহ শরীফ পাড়া মৃত্যু আমিরুল হাজির পরিত্যাক্ত বাড়িতে হঠাৎ একটা সাইন বোর্ড দেখতে পায় এলাকাবাসী। সাইন বোর্ডে লিখা আছে ধর্ম বিষয়ক মন্ত্রনালয় মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ইসলামিক ফাউন্ডেশন কুষ্টিয়া জেলা কার্যালয়।
এলাকাবাসীর মনে চাঞ্চল্যকর সাড়া দিয়েছে কে এই প্রতারক? মসজিদ নাই অথচ ভূয়া বেতন উঠাচ্ছে। খোজ নিয়ে জানা গেছে খানকাহ শরিফ পাড়া বুদু সর্দারের ছেলে সোহেল রানার স্ত্রী শিরিনা আক্তার এই সাইন বোর্ড ব্যাবহার করে দীর্ঘ দিন বেতন উঠাচ্ছে শিরিনা। প্রতারক চক্রের হোতা ও এলাকায় জঙ্গি সংগঠন তৈরি করার পরিকল্পনা করছে এলাকাবাসীর ধারনা। কারন মসজিদে মহিলা শিক্ষক থাকার কথা না। মসজিদে শিশু শিক্ষা দেওয়ার কথা মসজিদের ইমাম ও মোয়াজ্জেমের কিন্তুু ফিলিপনগরে ঘটে গেলো উল্টা “মসজিদ নাই সাইন বোর্ড আছে” পরিত্যাক্ত বাড়ির মালিক মৃত আমিরুল হাজির ছেলে মেয়ে দীর্ঘ দিন পাঁচবিবিতে বসবাস করে মৃত আমিরুল হাজির ছেলে মানিক,রতন,সাইদ, হিরা মুক্তা,মনি,পান্না, বাড়ির জমি বিক্রি র নামে বায়না বাবদ টাকা নিয়ে প্রতারনা করছে খোজ নিয়ে জানা গেছে মানিক পাঁচবিবিতে প্রতারক চক্রের হোতা।
জঙ্গি সংগঠনের পরিকল্পনা কারি শিরিনা আক্তারের দাবি জানিয়েছে এলাকাবাসী। মসজিদ নাই সাইন বোর্ড আছে এই প্রতারক চক্রের সদস্য শিরিনাকে আইনের মাধ্যমে বিচার চেয়েছে গ্রামবাসি ভূয়া বেতন তুলে যাচ্ছে শিরিনা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।