সকলকে অবগতির জানানো যাচ্ছে যে, চট্টগ্রাম সড়ক বিভাগধীন ঢাকা – কুমিল্লা – চট্রগ্রাম – কক্সবাজার – টেকনাফ জাতীয় মহাসড়ক ( এন ১) এর ২৩৩ তম কি:মি: এ পাকা রাস্তার মাথা নামক স্থানে নে একটি ইউটার্ন এর নির্মান কাজ চলমান রয়েছে। ইউ-টার্ন নির্মানাধীন অংশে একটি দুই পোল বিশিষ্ট প্যান্ট্রি সাইনবোর্ড বিদ্যমান থাকায় উক্ত প্যান্ট্রি সাইন পোস্টটি ইউ-টার্ন নির্মানাধীন সড়কের বাইরে ( প্রায় ৩০০ মিটার চট্টগ্রামের দিকে) স্থানান্তর করার জন্য আজ ১৩ ফেব্রুয়ারী ২০২৪ রোজ মঙ্গলবার ভোর ৫ ঘটিকা হতে সকাল ৭:৩০ ঘটিকা ( ২ ঘন্টা ৩০ মিনিট) ও আগামিকাল ১৪ ফেব্রুয়ারী ২০২৪ রোজ বুধবার ভোর ৫ ঘটিকা হতে সকাল ৭:৩০ ঘটিকা ( ২ ঘন্টা ৩০ মিনিট) পর্যন্ত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। জনসাধারণের সাময়িক অসুবিধার জন্য সড়ক ও জনপথ অধিদপ্তর চট্টগ্রাম আন্তরিকভাবে দুঃখিত ।