শরীয়তপুর সখিপুর থানা কাঁচি কাটায় মাছ ধরাকে কেন্দ্র করে দু পক্ষ সংঘর্ষে হয়। আজ ২৭ই মার্চ সকাল থেকেই থেমে থেমে এই সংঘর্ষ চলছে।প্রত্যক্ষদর্শীর একজন স্থানীয় বলেন, দুপুরে নদীর পাড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বেশিরভাগ আহতরা চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আজকের এই সংঘর্ষে দেশীয় ও অত্যাধুনিক নানা ধরনের অস্ত্রের মহড়া চলে।যা অনেকেই প্রশ্নের সম্মুখীন করেছে।এই অত্যাধুনিক অস্ত্রের উৎস কি?স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল।যা নির্বাচন পরবর্তী আরও অধিক তিক্ততার রুপ লাভ করে।স্থানীয় প্রভাবশালী দেওয়ান ও হাওলাদার গোষ্ঠীর দ্বন্দ্ব পুরাতন যা আজকে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে রূপ ধারণ করে।এই ঘটনায় ৫০ জনের অধিক গুরুতর আহত হয়েছে।
কাঁচিকাটা ইউনিয়ন পরিষদের বাসিন্দা আবু আফজাল বলেন,আজকের এই অনাকাঙ্খিত ঘটনা আমাদের জন্য লজ্জাজনক যা কাম্য ছিল না।সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদুর রহমান বলেন,খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়।তিনি আরও বলেন, আজকের এই অপ্রীতিকর ঘটনার সাথে সংশ্লিষ্ট সকলকে অচিরেই আইনের আওতায় আনা হবে কিছুদিন আগেই কাঁচিকাটা ইউনিয়ন পরিষদ নির্বাচন উক্ত নির্বাচনে মোঃ নুরুল আমিন জয়লাভ করেছেন নির্বাচনে পরেই কাঁচিকাটায় এই সংঘর্ষ কি নির্বাচিত চেয়ারম্যানের ব্যার্থতা হিসাবে গন্য হবে?সখিপুর থানার ওসি মাকসুদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।তিনি আরও জানান, সংঘর্ষের ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।