পোড়াদহে ২৬০ পিস ট্যাপেন্টোডল ট্যাবলেট সহ মীর শাহীন(৪৫) নামের এক আসামিকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাতে মিরপুর থানার পোড়াদহ ইউনিয়নের চিথলিয়া গ্রামে অভিযান চালিয়ে আসামিকে আটক করা হয়। আসামি মীর শাহিন আলী চিথলিয়া এলাকার মৃত মীর কাসেম আলীর ছেলে। এ সময় আরো এক আসামি পালিয়ে যাই বলে জানা যায়।
মিরপুর থানা সূত্রে জানা যায়, আহম্মদপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জামাল মৃধা গোপন সংবাদের ভিত্তিতে চিথলিয়া সাহাপাড়া নিজাম শাহের তেলের মিলের সামনে থেকে মাদক বিক্রির সময় আসামিকে আটক করে। এ সময় আসামির নিকট থেকে ২৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় আরো এক আসামি পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনা সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, মিরপুর থানা পুলিশ মাদকের বিরুদ্ধে কঠোর ভাবে কাজ করে যাচ্ছে। উক্ত ঘটনায় মিরপুর থানা একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।