কুষ্টিয়ার মিরপুরে বিদেশ পাঠানোর নামে সাড়ে বাইশ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে গতকাল শনিবার (২৪ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার সদরপুর ইউনিয়নের পুরাতন আজমপুর বাজারে ভুক্তভোগীরা সাংবাদিক সম্মেলন করে।ভুক্তভোগীদের লিখিত বক্তব্যে জানা যায়-পুরাতন আজমপুর বাজারের মৃত আব্দুল খালেকের পুত্র হাজী মো: বাবুল আক্তার একই গ্রামের মৃত খয়ের আলীর পুত্র জিয়াউর রহমান, জহুরুল ইসলামের পুত্র তৌহিদ আহমেদ চঞ্চল দৌলতপুর থানার শেরপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে আব্দুল আলিমের কাছ থেকে সৌদি আরব যাওয়ার নামে মোট সাড়ে বাইশ লক্ষ টাকা নেয়।পরে তাদেরকে বিদেশ নিয়ে গিয়ে চুক্তি অনুযায়ী কাজ না দিয়ে বিভিন্ন তালবাহানা করলে একপর্যায়ে তারা পুলিশের হাতে আটক হয়ে ৭দিন জেল খেটে দেশে ফিরে আসে।পরবর্তীতে বাবুল আক্তারের কাছে টাকা ফেরৎ চাইলে সে কৌশলে বিদেশে পালিয়ে যায়।ভুক্তভোগী ব্যক্তিগণ ধার দেনা করে বিদেশে যাওয়ার টাকা দিয়ে নি:স্ব হয়ে পারিবারিক ভাবে মানবেতর জীবযাপন করছে বলে জানা যায়।