টাঙ্গাইল মির্জাপুর উপজেলা বিএনপি ও পৌর শাখার উদ্যোগে আগামী ৩০ মার্চ ২০২৪ শনিবার ১৯ রমজান ইফতার ও দোয়া মাহফিল সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন:
মির্জাপুরবাসীর পরিক্ষিত জননেতা,বিএনপি জাতীয় নির্বাহী কমিটির শিশু-বিষয়ক সম্পাদক, সাবেক এমপি জননেতা_আবুল_কালাম_আজাদ_সিদ্দিকী।
সভাপতিত্ব করেন :
জনাব_এ্যাডভোকেট_আব্দুর_রউফ।
ভারপ্রাপ্ত সভাপতি, মির্জাপুর উপজেলা বিএনপি।
সঞ্চালনা করেন :
জনাব_খন্দকার_সালাহউদ্দিন_আরিফ।
সাধারণ সম্পাদক,মির্জাপুর উপজেলা বিএনপি।
জনাব_এস_এম_মহসীন।
বিপ্লবী সাধারণ সম্পাদক,মির্জাপুর পৌর বিএনপি।
সেই সাথে আরও উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা বিএনপি ও পৌর শাখার নেতৃবৃন্দ এবং সকল ইউনিয়ন বিএনপির সভাপতি/সাধারণ সম্পাদক। এছাড়া আরও উপস্থিত ছিলেন যুবদল,স্বেচ্ছাসেবক, ছাত্রদল, শ্রমিকদল ও জাসাস দলের নেতৃবৃন্দ।