মৌলভীবাজারে সি এন জি গ্যাস সংকট, টমটমের ভাড়া দিগুণ। মৌলভীবাজার এ সি এন জি চালিত অটো এবং টমটম এর জালায় সাধারণ মানুষ অতিস্ট। মাএ পাঁচ টাকার ভাড়ার জায়গায় চালকরা দাবী করেন দশ টাকা। এতে করে খেটে খাওয়া মানুষ এবং চাকুরীজীবি মানুষ পরছেন সমস্যায়। অনেক সময় যাএী গন্তব্যে যাওয়ার জন্য যানবাহনে উঠলে জায়গামত নামতে গেলে ভাড়া নিয়ে শুরু হয় রিতিমত মহা যুদ্ধ। যাএী বলেন ভাড়া ৫ টাকা আর চালক বলেন ১০ টাকা। এই চিত্র মৌলভীবাজার চৌমুহনী থেকে মাতার কাপন চক্ষু হাসপাতাল রোডের এবং চৌমুহনা থেকে এম সাইফুর রহমান রোডের বর্তমান চিত্র।
এ দিকে চালকদের কাছে দেশ বুলেটিন প্রতিনিধি কারণ জানতে চাইলে চালকরা জানান মৌলভীবাজারে সি এন জি পাম্প গুলোতে গ্যাস সংকট চরম আকার ধারন করেছে। তাই চালক গণ সারা রাত পাম্পে অবস্থান করে গ্যাস সংগ্রহ করতে হয়। তাই চালকরা সময়ের ক্ষতিতে পরতে হয়। সারা দিন গাড়ি চালিয়ে যানবাহন মালিক কে টিকমত ভাড়া পরিশোধ করতে তাদের হিমসিম খেতে হয়। তাই তারা বাধ্য হয়ে দিগুণ ভাড়া দাবী করছেন যাএীদের কাছে। তারা বলেছেন কর্তৃপক্ষ গ্যাস সমস্যা নিরসন করলে তারা ভাড়া আগের মত নিবেন। এদিকে যাএীরা পৌর কর্তৃপক্ষ কে দোষারোপ করছেন এগুলো কেন সমাধান করা হচ্ছে না। কিছুদিন আগে ও কর্তৃপক্ষ একবার সমাধান করেছিলেন। আবারো সমস্যা দেখা দিয়েছে।