কুমিল্লা মুরাদনগর উপজেলার যাবত জীবন সাজাপ্রাপ্ত আসামি খুরশিদ সহ ১০জন কে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে মুরাদনগর থানা পুলিশ,সাজাপ্রাপ্ত আসামি খুরশিদ আলম ওরফে পেট কাটা খুরশিদ,সে মুরাদনগর উপজেলার যাএাপুর ইউনিয়নের মোচাগারা গ্রামের তাজুল ইসলাম এর ছেলে রবিবার ভোরে এস আই মামুন ও এস আই সিরাজুল ইসলাম এর সঙ্গীয় ফোস্ উপজেলার ১৪ নং নবী পুর পূর্ব ইউনিয়নের বাখরনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
অপরদিকে মুরাদনগর থানার এস আই মোরশেদ আলম ও শামিম শনিবার দিনভর অভিযান চালিয়ে হোন্ডা চোর চক্রের ছয় সদস্য কে আটক করেছে,আটককৃতরা হলেন মুরাদনগর গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে শাহলম,নবীপুর গ্রামের মফিজুল ইসলামের ছেলে নাজমুল হাসান পাপন,রহিমপুর গ্রামের আবদুল মালেকের ছেলে হাবিব,পদুয়া গ্রামের আইয়ুব আলীর ছেলে সাইফুল,কসবা উপজেলার কাইয়ুমপুর ইউনিয়ন এর নোয়াগাও বেপারি বারির সোলেমান এর ছেলে কাইয়ুম।
অন্যদিকে গোপন সংবাদের ভিত্তিতে এস আই কুসুম মোরশেদ ও শামিম সঙ্গীয় ফোর্স নিয়ে মুরাদনগর উপজেলার কোম্পানিগনজ উত্তর এিশ এলাকায় অভিযান চালিয়ে ছয় কেজি গাঁজা সহ তিনজন কে আটক করে,আটককৃতরা হলেন সাদ্দাম হোসেন,সুমন মিয়া ও খলিল সরকার।
মুরাদনগর থানার ওসি প্রভাসচন্দ্র ধর বলেন শনিবার রাতে থেকে রবিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে যাবত জীবন সাজাপ্রাপ্ত আসামি খুরশিদ ওরফে পেট কাটা খুরশিদ ও হোন্ডা চোর চক্রের ৬ জন সদস্য এবং ৩ জন মাদক ব্যবসায়ী মোট ১০ জন অপরাধী কে গ্রেফতার করেতে সক্ষম হই,চুরি ছিনতাই ও মাদক আইনি ধারায় অপরাধীদেরকে আদালতে পাঠানো হয়েছে,তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, মাদক,চাঁদাবাজ,চুরি,ডাকাতি সহ যে কোন ধরনের অপরাধের সাথে জরিত থাকলে তাদের কাউকে ছার দেওয়া হবে না।