1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠাপুকুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত বৃদ্ধের মৃত্যু! পাবনার জেলা রেজিস্ট্রার দ্বীপক’র অপসারণের দাবিতে মানববন্ধন রাবি ছাত্রদলের সভাপতি রাহী, সম্পাদক জহুরুল মাধবপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূ হত্যা,কেরানীগঞ্জ থেকে স্বামী গ্রেপ্তার বাইরে থেকে নয়,দেশের সমস্যার সমাধান দেশে থেকেই করতে হবেঃ মির্জ ফখরুল অধ্যাপক তুলসীর স্যারের বাড়িতে হামলার প্রতিবাদে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ-মানববন্ধন কুড়িগ্রামের ফুলবাড়িতে দুর্নীতিবাজ ও ঘুষখোর শিক্ষা কর্মকর্তার প্রত্যাহার এবং ৫ দফা দাবি আদায়ে বিক্ষোভ সমাবেশ কয়রায় অনলাইন জিডি কার্যক্রম শুরু: আইন-শৃঙ্খলা রক্ষায় নতুন দিগন্তের সূচনা নওগাঁয় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদন্ড যশোরে জমি নিয়ে সৎ ভাইদের তাণ্ডব, ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ

রমজানের দ্বিতীয় দিনেই জমজমাট পিরোজপুরে ইফতার বাজার

মামুন শিকদার 
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ৩৯১ বার পড়া হয়েছে
পিরোজপুরে রমজান শুরুর দ্বিতীয় দিনে একটু আগেভাগেই যেন পশরা সাজিয়ে বসেছেন ইফতার বিক্রেতারা।  আর তাই ক্রেতারাও যেন একটু আগেভাগেই পছন্দের ইফতার কিনতে ঘর থেকে বেরিয়ে পড়েছেন।আবার অনেকে জোহরের নামাজ শেষে একটু ঘোরাঘুরি করেই ইফতার কিনে তাড়াতাড়ি বাসায় যাওয়ার ও প্রস্তুতি নিচ্ছেন।ক্রেতা বিক্রেতাদের আলাপচারিতা, হাকডাকের মধ্য দিয়ে সব মিলিয়ে এবারের পিরোজপুরের বিভিন্ন এলাকার ইফতার বাজার জমে উঠেছে।
 রমজান শুরুর দ্বিতীয় দিনে অনেক আইটেমের ইফতার সাজিয়ে বসেছে পিরোজপুর শহরের ক্লাব রোডের নীরব হোটেল , স্টার হোটেল, সদর থানার সামনে হোটেল নায়োরী , সি অফিস ক্যাফে আল মদিনা । বিভিন্ন আইটেমের ইফতার নিয়ে বসেছে শহরের বাজার রোড, সদর রোড, বিলাস মোড়, কৃষ্ণচূড়া, সি অফিস মোড়, পুরাতন বাসস্টান্ড, সহ বিভিন্ন এলাকার ফুটপাতে  ক্ষুদ্র ব্যবসায়ীরা। এসব স্থানে সাধারণত আলুর চপ, বেগুনি, পেঁয়াজু ,সবজি চপ, চিকেন চপ, ডিমের চপ, চিকেন ফ্রাই, তেহেরি, বুন্দিয়া,  জিলিপি, মোরগ পোলাও কাচ্চি বিরিয়ানি হালিম ,শাহী জর্দা,সহ নানা ধরনের ইফতারের আইটেমে ঠাসা এবার পিরোজপুরের ইফতার বাজার।
এছাড়াও মৌসুমী ফল কলা, আনারস, পেয়ারা ,পেঁপে, বড়ই সহ বিভিন্ন ফল ফলাদির দোকানও বসেছে শহরের বিভিন্ন ফুটপাত ও অলিগলিতে । শহরের সি,আই পাড়া এলাকার  বাসিন্দা অধ্যক্ষ কাদেরুল মুক্তাদির এই প্রতিবেদককে বলেন  ব্যস্ততা ও নানা ঝামেলার কারণে প্রতিবারই রোজায় ইফতারের কিছু আইটেম বাহির থেকে কিনতে হয়। জেলা ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ হুমায়ুন কবির বলেন এবারের বেচাকেনা তুলনামূলক ভালো তবে দামটা একটু বেশি, বিকেল চারটা থেকে শহরের  ছোটখাটো প্রায় বহু দোকান ঘুরে দেখেছেন তিনি এবারের ইফতারের বাজারে আইটেম প্রতিবারের মতো একই থাকলেও এবারে প্রথম রোজা থেকে একটু ক্রেতা সমাগম বেশি।
 ইফতার ব্যবসায়ী মনির হোসেন জানায় ক্ষুদ্র এই দোকানে ইফতারের আইটেম পাঁচ টাকা থেকে শুরু করে ২০ টাকা পর্যন্ত মূল্য নির্ধারণ করা হয়েছে, দাম ক্রেতাদের সাধ্যের মধ্যে হওয়ায় তাদের ব্যবসা সামনের রমজান গুলোতে ভালো ও জমজমাট হবে বলে তিনি আশা করেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com