রাঙ্গামাটিতে লরির ধাক্কায় অটো রিক্সার তিনজন যাত্রীর নিহত হয়েছেন। এ ঘটনায় আরো আহত হয়েছেন দুজন। বৃহস্পতিবার ১৫ই ফেব্রুয়ারি সকালে রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাঙ্গামাটি থেকে ছেড়ে যাওয়া রাস্তা সংস্কার কাজে নিয়োজিত বিশাল আকৃতির একটি লরি চট্টগ্রাম যাওয়ার পথে শালবাগান এলাকায় যাত্রীবাহী অটো রিক্সা কে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন সাথে সাথে মারা যায়, এবং পরে দুজন হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। নিহতরা হলেন নবীন হোসেন (৫০) ও মুহাম্মদ হানিক (৫০) তাৎক্ষণিক নিহত অপর একজনের পরিচয় নিশ্চিত করা যায়নি। অতিরিক্ত পুলিশ সুপার শাহা ইমরান (অপরাধ) বলেন রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের শালবাগান এলাকায় একটি লরি অটো রিক্সাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে একজন মারা যান, এবং বাকি দুজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।