পররাষ্ট্রমন্ত্রী ডঃ হাসান মাহমুদ বলেছেন রোহিঙ্গাদের কারণে বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। এছাড়া মিয়ানমারের যে চলমান সমস্যা সেটির কারণে আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিউনিক সফরে রোহিঙ্গা প্রসঙ্গ তোলা হবে কিনা জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মায়ানমার থেকে যারা বাস্তচ্যুত হয়েছে তাদের জন্য মিয়ানমার পূর্ণ অধিকার ফিরিয়ে নিয়ে যায় । সেই প্রসঙ্গটি উপস্থাপন করব ।
রোহিঙ্গা সংকট নিয়ে হাসান মাহমুদ বলেন আমরা আন্তর্জাতিক আদালতে মামলা করছি। মামলায় আমরা যৌথভাবে স্বাক্ষর করছি সেটা বিচারধীন আছে। মিয়ানমারের চলমান সাংঘাতের ফলে বাংলাদেশে আশ্রয় নেওয়া সেনা বিজিপি সহ তাদের পরিবারের সদস্যদের ফেরত প্রসঙ্গে মন্ত্রী বলে। মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সদস্য, সীমান্ত নিরাপত্তা, জাতীয় নিরাপত্তা বলুন, তাদের ফেরত পাঠানোই আমাদের উদ্দেশ্য। তারা ভারতেও পালিয়ে গিয়েছি, তাদের ফেরত পাঠিয়েছ, আমরাও তাদের ফেরত পাঠাতে কাজ করছি।