1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু কলাপাড়ায় স্বাস্থ্যসেবায় নতুন প্রাণ, যোগ দিয়েছেন পাঁচ চিকিৎসক কলাপাড়ায় ডেঙ্গু রোধে ময়লার ভাগারে নেমে অভিযান চালালেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসীন সাদেক প্রয়োজনীয় সংস্কারের মধ্যেই নির্বাচনের কাজে মনোযোগ দিতে হবে ; আবদুল মান্নান সান্তাহার স্টেশনে ট্রেনে দুই স্কুলব্যাগে ১০ কেজি গাঁজা, তিন নারী যাত্রী ধরা পলাশবাড়ীতে বাসের হেল্পারের ধাক্কায় আহত ব্যক্তির মৃত্যু সান্তাহারে দেশ সাজাই সংগঠনের উদ্যোগে পৌর শহরে পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মসূচি পালন সাঘাটায় অবৈধ কয়লা কারখানায় অভিযানে আটক ২… জনবল সংকটে বন্ধো আছে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ঘাটাইলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বনজ ফলজ গাছের চারা বিতরণ

রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ, মৃতের সংখ্যা ৩

মোঃ নুরুল আমিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৭৮ বার পড়া হয়েছে
নোয়াখালীর হাতিয়ার ভাষানচরে রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের দগ্ধ, আরো এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে। ৩ জন নিহত রবি আলম (৪), ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের সফি আলমের ছেলে, এবং ৮১ নম্বর ক্লাস্টারের ৬ নং ক্যম্পের বাসিন্দা ছিল।
সোমবার ২৬ শে ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে একই দিন সকাল ৯ টার দিকে মুবাশ্বরা (৩) নামে আরো এক শিশু মারা যায়, সে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের সফি আলমের মেয়ে বিস্ফোরণে তার শরীরে ৫০ শতাংশ পুড়েছিল।
বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মোঃ আসাদুজ্জামান, তিনি বলেন। এ নিয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া ও চমক হাসপাতালে চিকিৎসাধীনে কয়েকজন,  জোবাইদা(২২),রমশিদা(৫),আমেনা(২৪),সোহেল(৫)।
খোঁজ নিয়ে জানা যায়, ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের বিস্ফোরণের ঘটনায় দগ্ধ নয় জনের মধ্যে ৭ জন হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে রাসেল (৪)নামে এক শিশুকে গত শনিবার সন্ধ্যার দিকে মৃত ঘোষণা করা হয়েছে।
আজ সকাল ৯টার দিকে মোবাশ্বেরা এবং একই দিন সন্ধ্যার দিকে রবি আলম নামে আরো এক শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা যান । বাকি চারজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে রোশমিনার ৫০ শতাংশ, রবি আলমের ৪৫ শতাংশ, আমিনা খাতুনের ৮ শতাংশ,  সুহেলের ৫২ শতাংশ, দগ্ধ হয়। তাই তাদের অবস্থা আশঙ্কাজনক।
উল্লেখ্য,  শনিবার সকালে হাতিয়া উপজেলার ভাষানচর রোহিঙ্গা ক্যাম্পের একাশি নম্বর ক্লাস্টারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৫ শিশু সুসহ ৯ জন দগ্ধ হয়।আহতদের প্রথমে নোয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় । সেখানে কর্তব্যরত  চিকিৎসক  ৭ জনকে উন্নত চিকিৎসার জন্য চমক হাসপাতালে প্রেরণ করেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com