লক্ষ্মীপুরের কেয়ার এডুকেশন স্কুল এন্ড কলেজের ‘ফাউন্ডেশন ক্লাস’ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সনদ ও পুরস্কার প্রদান করা হয়েছে। রোববার (১১ ফেব্রুয়ারি) পৌর শহরের লিল্লাহ জামে মসজিদ সংলগ্ন প্রতিষ্ঠানটির হলরুমে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির পরিচালক ফখরুল ইসলাম স্বপন, অধ্যক্ষ মো. আসাদুজ্জামান, ইংরেজি বিভাগের প্রধান রাশেদা মারজান বিনু, বাংলা বিভাগের প্রধান মো. আজিম হোসেন, সিনিয়র শিক্ষক আশফাক উদ্দিন শুভসহ অর্ধশতাধিক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
সনদপত্র ও পুরস্কার বিতরণ পূর্বে আলোচনা সভায় অতিথিরা বলেন, শিক্ষার্থীরা (ছোট বাচ্চা) হচ্ছে মাটির দলার মতো। আপনি যেভাবে তৈরি করবেন সে ওভাবেই গড়ে উঠবে। শুধু ছোট শিক্ষার্থীরা নয় বড়দের ক্ষেত্রেও এমন হয়। তাইতো কেয়ার এডুকেশন স্কুল এন্ড কলেজ প্লে শ্রেণি থেকে ‘ফাউন্ডেশন ক্লাসের’ ব্যবস্থা করেছে। যাতে তারা স্কুলের পরিবেশ ও সংস্কৃতির সঙ্গে সহজে মিশতে পারে। ছোট থেকেই শিখতে পারে ‘পড়ালেখার পাশাপাশি নৈতিকতা, আদব কায়দা এবং মৌলিক বিষয়গুলো।
আরও বলেন, একটি বাচ্চার যখন ৪ থেকে ৫ বছর বয়স। তখন থেকেই তাদের মস্তিস্কের বিকাশ ঘটে। ঠিক তখনি ‘ফাউন্ডেশন ক্লাসের’ মাধ্যমে কেয়ার এডুকেশন শিক্ষার্থীদের মস্তিস্কে ভালো জিনিসগুলো দেওয়া হচ্ছে। অর্থ্যাৎ তার জন্য পজেটিভ যা দরকার সেটি তাকে শিখানো হয়। এসময়ের শিখা বিষয়গুলো তাদের দীর্ঘসময় ধরে মনে থাকবে। আলোচনা সভা পরবর্তী অতিথিরা ফাউন্ডেশন ক্লাস পরীক্ষায় ভালো করা ১৯ জন (প্লে-ক্লাস টু) ছাত্রছাত্রীর হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেন।