লক্ষ্মীপুরে তৃণমূল পর্যায়ে বাছাই করা প্রতিভাবান টেনিস খেলোয়াড়দের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে জেলা টেনিস ক্লাব মাঠে বাংলাদেশ টেনিস ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় এ প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান।বছরব্যাপী টেনিস প্রশিক্ষণে জেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করতে পারবে। প্রায় প্রতিদিনই স্কুল ভিত্তিক নতুন প্রশিক্ষণার্থী নেওয়া হবে।অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহের নিগারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ টেনিস ফেডারেশন সহ-সভাপতি ও নিউজিল্যান্ডের নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত নেওয়াজ আহমেদ।লক্ষ্মীপুর অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব শামিমের সার্বিক ব্যবস্থাপনায় এসময় প্রশিক্ষক ও প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।