1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু কলাপাড়ায় স্বাস্থ্যসেবায় নতুন প্রাণ, যোগ দিয়েছেন পাঁচ চিকিৎসক কলাপাড়ায় ডেঙ্গু রোধে ময়লার ভাগারে নেমে অভিযান চালালেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসীন সাদেক প্রয়োজনীয় সংস্কারের মধ্যেই নির্বাচনের কাজে মনোযোগ দিতে হবে ; আবদুল মান্নান সান্তাহার স্টেশনে ট্রেনে দুই স্কুলব্যাগে ১০ কেজি গাঁজা, তিন নারী যাত্রী ধরা পলাশবাড়ীতে বাসের হেল্পারের ধাক্কায় আহত ব্যক্তির মৃত্যু সান্তাহারে দেশ সাজাই সংগঠনের উদ্যোগে পৌর শহরে পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মসূচি পালন সাঘাটায় অবৈধ কয়লা কারখানায় অভিযানে আটক ২… জনবল সংকটে বন্ধো আছে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ঘাটাইলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বনজ ফলজ গাছের চারা বিতরণ

লক্ষ্মীপুরে ২০ হাফেজকে পাগড়ি প্রদান

ওমর ফারুক
  • প্রকাশের সময় : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৭২ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরে হিফজ সম্পন্ন করা ২০জন হাফেজকে পাগড়ি প্রদান করা হয়েছে। মাওলানা জোবায়ের ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালিত লক্ষ্মীপুর ফালাহিয়া হিফজ মাদরাসার আয়োজনে এ পাগড়ি প্রদান অনুষ্ঠানে আয়োজন করা হয়।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাতে শহরের ইয়াছিন সর্দার জামে মসজিদ সংলগ্ন আনোয়ারুল হক ঈদগাহ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ ইসমাইল হোসেন।
দফাদার বাড়ি জামে মসজিদের সভাপতি আবদুল খালেকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর আলিয়া মাদ্রাসার প্রাক্তণ অধ্যক্ষ মাওলানা একেএম আবদুল্লাহ, আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মহিউদ্দিন, লক্ষ্মীপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. শাহাদাত হোসেন, পৌর ১৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জহিরুল ইসলাম, সমাজসেবক মনোয়ার হোসেন মানিক পাটোয়ারী, পৌর ২নং ওয়ার্ড কাউন্সিলর আল আমিন, ১নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোস্তফা প্রমুখ।
এছাড়া ফালাহিয়া হিফজ মাদরাসা প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মাওলানা জোবায়ের হোছাইনের সার্বিক ব্যবস্থাপনায় তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়।এতে ইয়াছিন সর্দার জামে মসজিদের সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে তাফসীরকারক হিসেবে ছিলেন, মান্দারী বাজার বড় মসজিদের খতিব মাওলানা মাহবুবুর রহমান আল মাদানী, নয়াপল্টন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা সালাহউদ্দিন চাঁদপুরী, মীরগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নজরুল ইসলাম আশরাফী, লামচরী কারামাতিয়া ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ হাফেজ মাওলানা আবুল কাশেম, লক্ষ্মীপুর ফালাহিয়া হিফজ মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা ক্বারী আব্দুর রহমান, লামচরী কারামাতিয়া ফাজিল মাদরাসার সহকারি অধ্যাপক মাওলানা আনোয়ার হোসাইন।এছাড়া এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com