1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রধান শিক্ষকের দুর্নীতি আড়াল করতে দুষ্ট চক্র পিছু নিয়েছে সভাপতির নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত রয়েছে আওয়ামী লীগের দোসররা মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৭দিনের রিমান্ডে পেকুয়া থানায় সাবেক এমপি জাফর দক্ষিণ তারাবুনিয়া ছাত্র কল্যাণ সংগঠনের ২০২৫ -২০২৭ সালের নতুন কমিটি ঘোষণা পিরোজপুরে কচুরিপানা দিয়ে স্বপ্ন- হাজারো মানুষের স্বপ্নের সিঁড়ি এনসিবির নারী নেত্রীর স্ট্যাটাস ত্রিশালের সাখুয়া ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ইউএনও ইউএনও-পিআইও রাণীশংকৈলে সেনাবাহিনী পুলিশের যৌথ অভিযানে ১১টি মামলায় ৪৫ হাজার টাকা জরিমানা রায়পুরায় আমিরগঞ্জ ইউনিয়নের পরিষদের অফিস কক্ষে ব্যবসায়ীকে কু*পিয়ে হত্যা ধামইরহাটে শিয়ালের কামড়েও মিলছে ভ্যাকসিন বিপাকে ভুক্তভোগীরা

‘লাল বাহিনী’, এবার বলি ৮ মাসের শিশু

আমিরুল ইসলাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ১৮৪ বার পড়া হয়েছে
রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪ ইং সাতক্ষীরা-আশাশুনি সড়কে লাল বাহিনীর কবলে পড়ে প্রাণ হারাতে হয়েছে প্রীতম সানা নামের এক শিশুকে। গত বৃহস্পতিবার সাতক্ষীরা-আশাশুনি সড়কের চাঁদপুর সংলগ্ন জনৈক সাত্তারের মোড়ে এ ঘটনা ঘটে। নিহত আট মাস বয়সী প্রীতমসানা আশাশুনি উপজেলার আরার কাদাকাটি দাসপাড়া এলাকার বিকাশ সানার ছেলে। এঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ওই এলাকায়। জানা যায়, গত ১৮ জানুয়ারি নিউমোনিয়ায় আক্রান্ত শিশু প্রীতম সানাকে নিয়ে আশাশুনি উপজেলার বুধহাটা থেকে সাতক্ষীরা মেডিকেল কলেজে যাচ্ছিলেন তার স্বজনরা। এসময় লাল বাহিনী তাদের গতিরোধ করে। ইজিবাইকে করে সাতক্ষীরা শহরে যাওয়া যাবেনা জানিয়ে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয় শিশুটিসহ তার পরিবারের সদস্যদের। এসময় প্রীতম সানার অসুস্থতার কথা বললেও মনগলেনি লাল বাহিনীর সদস্যদের। একপর্যায়ে এই সড়ক দিয়ে যেতে হলে চাঁদা দেওয়ার কথা বলেন লাল বাহিনীর সদস্যরা৷ তবে ওইসময় বাড়তি কোন অর্থ না থাকাতে চাঁদার টাকা দিতে ব্যর্থ হন পরিবারটি। উপায়ন্তর না পেয়ে উল্টোপথে ২০ কিলোমিটার ঘুরে সাতক্ষীরা মেডিকেলে শিশুটিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি জানার জন্য অনুসন্ধানে নামে দৈনিক আজকের সাতক্ষীরা দর্পণ, অনুসন্ধানে জানা যায়, বিগত কয়েক বছর ধরে সাতক্ষীরা-আশাশুনি সড়কের চাঁদপুরের সাত্তারের মোড়সহ বেশ কিছু জায়গাতে থ্রি-হুইলার গাড়ি দাঁড় করিয়ে টাকা দাবি করে কিছু লোকজন। স্থানীয়দের কাছে তারা লাল বাহিনী নামে পরিচিত। এদের কাছে লাল রঙের ছোট ছোট পতাকা থাকে। এলাকাবাসীর অভিযোগ, এই লাল বাহিনীকে নিয়ন্ত্রন করেন ধুলিহর ইউপি চেয়ারম্যান মিজান চৌধুরী।
বর্তমানে সাতক্ষীরা-আশাশুনি সড়কে চেয়ারম্যান মিজান চৌধুরীর বাস যাতায়াত করাতে এই সড়ক দিয়ে তিন চাকার থ্রি-হুইলার (ইজিবাইক, মহেন্দ্র, গ্রাম বাংলা) চলতে দেননা তিনি। যারা এই সড়ক দিয়ে থ্রি-হুইলার চালান তাদেরকে প্রথমে আটকে দেওয়া হয়। এসময় যদি কোন বাস সেখানে থাকে তাহলে তাদের যাত্রীগুলো নামিয়ে ওই বাসে তুলে দেয় লাল বাহিনীর লোকজন। অন্যথায় টাকা দিলে থ্রি-হুইলার গাড়িগুলো ছেড়ে দেওয়া হয়। সরেজমিনে নিহত প্রীতম সানার গ্রামের বাড়িতে যেয়ে দেখা যায়, একমাত্র শিশু সন্তানকে হারিয়ে বাকুল হয়ে পড়েছেন শিশুটির পিতামাতা। শোকে ছেয়ে গেছে গোটা এলাকা। প্রীতম সানার বাড়িতে শত শত মানুষের ভীড় থাকলেও তাদের আহাজারি কান্নায় ভেঙে পড়ছেন উপস্থিত মানুষেরাও।
শিশুটির মা বন্দনা সানা, বাবা বিকাশ সানা, দাদি অঞ্জলী সানা দৈনিক পত্রদূতকে জানান, ‘ঘটনার কয়েকদিন আগে থাকতে নিউমোনিয়ায় আক্রান্ত হন প্রীতম সানা। তবে অর্থ-অভাবে হাসপাতালে থেকে চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি। একপর্যায়ে ওইদিন প্রতিবেশীদের সহযোগিতায় অল্পকিছু টাকা নিয়ে ইজিবাইকে করে সাতক্ষীরা মেডিকেলের উদ্দেশ্যে বের হয়েছিলাম। পথিমধ্যে চাঁদপুরের সাত্তারের মোড়ে পৌঁছানো মাত্র লাল বাহিনীর সদস্যরা আমাদের ঘিরে ধরে। তারা আমাদের বহনকৃত ইজিবাইক থেকে আমাদের নামিয়ে দেয়। এবং বাসে করে সাতক্ষীরা যেতে বলে।’ তারা বলেন, ‘আমরা তাদেরকে (লাল বাহিনী) প্রীতমের অসুস্থতার কথা বললেও তাদের মন গলেনি। বরং অকথ্য ভাষা ব্যবহার করতে থাকে আমাদের সাথে। একপর্যায়ে তারা চাঁদার টাকা দাবি করে। তবে প্রীতমের চিকিৎসায় প্রয়োজনীয় টাকা ছিলনা বিধায় আমরা চাঁদার টাকা দিতে অপারগতা প্রকাশ করি। এজন্যতারা আমাদের উল্টো পথে ২০ কিলোমিটার ঘুরে সাতক্ষীরা মেডিকেলে আসতে বাধ্য করে। এসময় মেডিকেলে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রীতম সানাকে মৃত ঘোষণা করেন।’ এসময় অশ্রুসিক্ত নয়নে তারা বলেন,’ মিনিট ত্রিশ আগে প্রীতমকে হাসপাতালে নিতে পারলে সে হয় তো বেঁচে থাকতো। এমনটায় ডাক্তার আমাদেরকে বলে। আজ যদি লাল বাহিনী তাদের বাঁধা না দিতো তাহলে হয়তো প্রীতম বেঁচে থাকতো জানিয়ে কান্নায় ভেঙে পড়েন তারা। আর এঘটনার সুষ্ঠু বিচার এবং আর যাতে কাউকে লাল বাহিনীর কবলে পড়ে প্রাণ হারাতে না হয় সেজন্য সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন’ প্রীতম সানার পরিবারের সদস্যরা। এদিকে, তথ্য অনুসন্ধানে আরও জানা যায় শুধু ৮ মাসের শিশু প্রীতম সানাই নয়, লাল বাহিনীর অত্যাচারের বলি হয়েছেন আরও অনেকে। আরার দাসপাড়া এলাকার স্থানীয় লীলা রানী দাস অভিযোগ করে দৈনিক আজকের সাতক্ষীরা দর্পণকে বলেন, গতবছর তার পুত্রবধূকেও সন্তান জন্মদানের আগে তাদের বহনকারী ইজিবাইকটিকে বাঁধা দিয়েছিলো মিজান চৌধুরীর এই লাল বাহিনী। হাসপাতালে দেরিতে পৌঁছানোর পর আল্ট্রাসনোগ্রামে দেখা যায় তার দুটি সন্তানের একটি মারা গেছে। তার দাবি, ‘লাল বাহিনীর কবলে পড়ে এমন ঘটনা অহরহ ঘটছে। তবে মিজান চৌধুরীর ভয়ে তারসহ তার বাহিনীর বিরুদ্ধে কথা বলতে ভয় পান সবাই।’
এব্যাপারে একাধিক থ্রি-হুইলার গাড়ির চালকরা দৈনিক আজকের সাতক্ষীরা দর্পণকে বলেন, সাতক্ষীরা-আশাশুনি সড়কে এক আতঙ্কের নাম লাল বাহিনী। এই রোডে তার চলাচলকৃত বাসের ভাড়া কম হবে বিধায় গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে কোন থ্রি-হুইলার গাড়ি চলাচল করতে দেননা তিনি। এজন্য তিনি এই সড়কের কয়েক স্তরে লাল বাহিনীর চেকপোস্ট বসান। যে চেক পোস্টে যাত্রী নামিয়ে নেয়াসহ চাঁদাবাজির ঘটনা ঘটে।
তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, মিজান চৌধুরী ক্ষমতাশালী হওয়াতে তার বিরুদ্ধে কেউ কথা বলেন না। যখনই তার এসমস্ত কর্মকা-ের প্রতিবাদ করা হয় তখন তিনি তার ক্ষমতা বলে তাদেরকে নানাভাবে হয়রানী করেন। এজন্য গুরুত্বপূর্ণ এই সড়কে লাল বাহিনীর কবলে পড়ে আর যাতে কারও প্রাণহানি না ঘটে সেজন্য সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
এব্যাপারে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী দৈনিক আজকের সাতক্ষীরা দর্পণকে বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কিছুদিন আগে সাতক্ষীরাতে যোগদান করেছি। এজন্য লাল বাহিনী সম্পর্কে অবগত নন। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এধরনের ঘটনা অপ্রত্যাশিত। মানবিক দিক থেকে অসুস্থ মানুষের সেবায় সবার উচিত তাদের পাশে দাঁড়ানো। তবে এঘটনা সর্বোচ্চ আমলে নিয়ে জেলা পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। তিনি আশ্বত করেন, সাতক্ষীরা সড়কে কোন বাহিনী থাকবেনা। সড়ক ব্যবস্থাকে নিরাপদ করতে পুলিশ সর্বোচ্চ পদক্ষেপ করবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com