সাতক্ষীরায় তিয়ানশি বাংলাদেশ লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান চায়না TIENS LTD এর নামে বহুদিন যাবৎ অবৈধভাবে তাদের মাল্টিলেভেল মার্কেটিং এর নামে তাদের মেডিসিন ব্যবসা অব্যাহত রেখেছিল। সাতক্ষীরা শহরের নিউমার্কেট এলাকায় ও কুলিয়ার আশুমার্কেট এলাকায় তাদের তিয়ানশি বাংলাদেশ নামে প্রতারণার চক্রে ফাঁদে পড়েছেন যুবক ও মহিলারা। গতকাল সকালে সাতক্ষীরায় তিয়ানশি নামক একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রায় ১৭ লাখ টাকার বিদেশী পন্য জব্দ ও সিলগালা করেছে ভ্রাম্যমান আদালত। এছাড়া দায়িত্বরত শফিকুল ইসলাম নামের এক ব্যক্তিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সকালে শহরের নিউমার্কেট মোড় এলাকার ইসলাম টাওয়ারে এই অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান। এসময় সাতক্ষীরা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের পরিচালক নাজমুল হাসান ও র্যাব এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তিয়ানশিতে অভিযান চালানো হয়েছে। কোম্পানীটি এমএলএম(মাল্টিলেভেল মার্কেটিং) পদ্ধতিতে ব্যবসা করছিলো যা সম্পূর্নরূপে অবৈধ। আজকেই তারা জেলার বিভিন্ন স্থান থেকে কোম্পানীর সদস্যদের একত্রে জড়ো করে সেমিনার করছিলো। ঠিক সেই সময়ে এই অভিযান করা হয়।
তিনি আরও বলেন, বিদেশী বিভিন্ন কোম্পানীর সিল বানিয়ে ভেজাল ও অবৈধ পন্য উচ্চমূল্যে মানুষের কাছে বিক্রয় করে আসছিলো তিয়ানশি কোম্পানীটি। এর মধ্যে হারবাল প্রোডাক্টও রয়েছে। সুনির্দিষ্ট এসব তথ্যের ভিত্তিতে কোম্পানীটির দায়িত্বরত শফিকুল ইসলামকে ৬০ হাজার টাকা জরিমানা করে সিলগালা করা হয়েছে। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।