1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু কলাপাড়ায় স্বাস্থ্যসেবায় নতুন প্রাণ, যোগ দিয়েছেন পাঁচ চিকিৎসক কলাপাড়ায় ডেঙ্গু রোধে ময়লার ভাগারে নেমে অভিযান চালালেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসীন সাদেক প্রয়োজনীয় সংস্কারের মধ্যেই নির্বাচনের কাজে মনোযোগ দিতে হবে ; আবদুল মান্নান সান্তাহার স্টেশনে ট্রেনে দুই স্কুলব্যাগে ১০ কেজি গাঁজা, তিন নারী যাত্রী ধরা পলাশবাড়ীতে বাসের হেল্পারের ধাক্কায় আহত ব্যক্তির মৃত্যু সান্তাহারে দেশ সাজাই সংগঠনের উদ্যোগে পৌর শহরে পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মসূচি পালন সাঘাটায় অবৈধ কয়লা কারখানায় অভিযানে আটক ২… জনবল সংকটে বন্ধো আছে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ঘাটাইলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বনজ ফলজ গাছের চারা বিতরণ

সাত বছর পর সদর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির নির্বাচন নিয়ে আলোচনা

মোঃ হানজালা
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ১৫৫ বার পড়া হয়েছে

শেরপুর সদর সাব- রেজিস্ট্রার অফিসে শেরপুর সদরের এমপি আলহাজ্ব মোঃ ছানুয়ার হোসেন ছানু ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম উপস্থিতি হলে তাদের ফুলের সংবর্ধনা জানানো হয় দলিল লেখক সমিতির পক্ষ থেকে।
গত ৭ ই জুলাই শেরপুর সদর সাব-রেজেস্ট্রি অফিসে দলিল লেখক সমিতিতে নির্বাচন নিয়ে আলোচনা তুঙ্গে। দীর্ঘ ৭ বছর যাবৎ নির্বাচন না হওয়ায় দলিল লেখক সমিতি অভিবাবকহীন হয়ে পড়েছে।

এমতাস্থায় দলিল লেখকগণের প্রাণের দাবী একটি সুন্দর সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের। দাবীর পরিপ্রেক্ষিতে শেরপুর সদর আসনের এমপি আলহাজ্ব মোঃ ছানুয়ার হোসেন ছানু আজ শেরপুর সদর সাব-রেজেস্ট্রি অফিসে দলিল লেখকদের সহিত কথা বলে আশ্বাস প্রদান করেন যে এ বছরই নির্বাচন অনুষ্ঠিত হবে । নির্বাচন কমিশনার হিসেবে জেলা – রেজিস্টার কৃষিবিদ মোঃ নুর নেওয়াজ এর অধীনে এ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন শেরপুর সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, শেরপুর সদর সাব- রেজিস্ট্রার মোহাম্মদ জাহাঙ্গীর আলম।আসন্ন নিবাচনে সভাপতি প্রার্থী মোঃ হারুন রশিদ বলেন গত দুই বার আমি প্রার্থী ছিলাম এবার আমি প্রার্থী আমরা সুষ্ঠ সুন্দর একটা গ্রহণযোগ্য নির্বাচন চাই। যে নির্বাচনের মাধ্যমে দলিল লেখকদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।

আরেকজন সভাপতি প্রার্থী সাবেক সভাপতি নির্বাচিত জনাব মতিউর রহমান মতিন বলেন এবার নির্বাচন সুষ্ঠু না হওয়ার আশঙ্কা করা হচ্ছে নির্বাচন সুষ্ঠু হোক সুন্দর হোক সেই আশায় করছি, যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আমি আবারও পাশ করব। আরেকজন সভাপতি প্রার্থী হাফিজুর রহমান হাফিজ সুজন তিনি বলেন নির্বাচনের জন্য আমি প্রস্তুত আমি কাজ করে যাচ্ছি। একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন আশা করি। দলিল লেখকদের অধিকার প্রতিষ্ঠিত হোক এটাই আমার কামনা।

সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোশারফ হোসেন বলেন নির্বাচন দলিল লেখকদের প্রাণের দাবি। আশা করি নির্বাচনের মাধ্যমে ভোট দিয়ে কাঙ্ক্ষিত নেতা নির্বাচন করবে। সহ-সভাপতি প্রার্থী সালেম সেরনিয়াবাত বলেন নির্বাচন এবার আমি প্রার্থী, আশা করি দলিল লেখক বৃন্দ তাদের ভোট সুন্দরভাবে সুস্থভাবে দিতে পারবে। আমি আশাবাদী নির্বাচনে জয়ী হবো। যুগ্ম সম্পাদক পদপ্রার্থী মিন্টু সরকার বলেন নির্বাচন এবার হবেই এবং নির্বাচন হলে আমি ইনশাল্লাহ পাশ করব।

আরেক যুগ্ম সম্পাদক পদপ্রার্থী সুলতান আহমেদ ময়না বলেন আমি পরপর তিনবারই নির্বাচন তফসিল ঘোষণা করলে প্রার্থী হয়েছি কিন্তু একবারও দলিল লেখকদের ভোটের স্বাদ গ্রহণ করতে পারিনি এবার যদি ইনশাআল্লাহ নির্বাচন হয় আর দলিল লেখকগণ ভোট দিতে পারে তাহলে আশা করি ইনশাআল্লাহ তাদের ভোটের মর্যাদা রাখতে পারবো এবং আমি পাশও করবো। শেরপুর জেলা রেজিস্ট্রার কৃষিবিদ মোঃ নুর নেওয়াজ তার সাথে কথা হলে তিনি বলেন ভোটার হালনাগাদ ও কাগজপত্র প্রস্তুত হলেই দ্রুত নির্বাচন দেয়া হবে এবং নির্বাচন খুব ভালো হবে। আমি দায়িত্বে থাকা অবস্থায় বিন্দুমাত্র কেউ ছাড় পাবে না। নির্বাচন সুষ্ঠু হবে আমি এ ব্যাপারে সম্পূর্ণ আশাবাদী।

 

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com