1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
জনগনের প্রতি দ্বায়বদ্ধতা ও উন্নয়ন কর্মকান্ড বিবেচনায় বদলে যাচ্ছে পিরোজপুর-১ আসনের নির্বাচনী সমীকরণ “জনপ্রিয়তার শীর্ষে মাসুদ সাঈদী” ফরিদপুর-বরিশাল মহাসড়ক চার লেন দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কালাইয়ে ভাড়া কমাতে জোটবদ্ধ চাষী- ব্যবসায়ীরা, বাড়তি ভাড়াতেই অনড় হিমাগার মালিকরা তৌহিদুর রহমান রাতুলকে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা – জামায়াতের দিনাজপুরের চিরিরবন্দরে ডিবি পুলিশের হাতে আটক আওয়ামীলীগ নেত্রী ঐক্যবদ্ধভাবে দখলবাজ ও চাঁদাবাজদের রুখে দিতে হবে -নাহিদ ইসলাম দুর্নীতির রিপোর্টের কারণে হয়রানি: মিথ্যা মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক আবু সুফিয়ান সুন্দরগঞ্জে ছাপরহাটীতে গণ উন্নয়ন প্রকল্প (GUK) আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত মিটফোর্ড হামলায় উত্তাল ঢাকা কলেজ: বিচার দাবিতে বিক্ষোভ খুলনায় আবাসিক হোটেলে কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তল, ও ইয়াবাসহ আটক এক

সিরাজগঞ্জের তাড়াশে তরুণী পুরুষে রূপান্তরিত

জয়ন্ত কুমার
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ৪০৪ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জে তাড়াশে হিন্দু ধর্মাবলম্বী মেয়ে তমা সরকার নামে ১৮ বছর বয়সী এক তরুণী নারী থেকে পুরুষে রুপান্তর হওয়ার খবর পাওয়া গেছে। সে উপজেলার বারুহাঁস ইউনিয়নের চৌয়াড়িয়া দক্ষিণ পাড়ার শ্রী সুধান্ন সরকারের মেয়ে।গতকাল  বুধবার (১৭ জানুয়ারী) বিকেলে এ খবর ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ এক নজর দেখার জন্য হুমড়ি খেয়ে পড়ে তার বাড়িতে। সরেজমিনে দেখা গেছে, তরুণীর বাড়িতে মানুষের ভীড়। প্রতিবেশীরা গাদাগাদি করে দাঁড়িয়ে আছেন বাড়ির সামনের উঠানে। দূর-দূরান্ত থেকেও দলবেঁধে উৎসুক জনতা ছুঁটে আসছেন তাদের বাড়িতে। আগের জীবন এবং বদলে যাওয়া জীবন নিয়ে প্রশ্নের যেন শেষ নেই মানুষের। জনতার ভীড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে পরিবারকে।

 

 

তরুনী থেকে পুরুষ হওয়া তমা সরকার বলেন, গত ২০২৩ সালে অনুষ্ঠিত এস এস সি পরীক্ষার ১০ থেকে ১৫ দিন আগে হঠাৎ করে তার শারীরিক পরিবর্তন শুরু হতে থাকে। লাজ লজ্জার ভয়ে বিষয়টি তমা নিজের মধ্যেই চাপা রাখেন। এ ভাবে তার বেশ কিছু দিন কেটে যায়। পরে সে রাজশাহীতে আলহাজ্ব সুজা- উজ দৌলা সরকারী কলেজে এইচএসসিতে ভর্তি হন। আর এরই মাঝে তার সহপাঠীকে জানালে সহপাঠী তমার বাবা- মাকে বিষযটি বলেন।তমার বাবা- মা ওই বিষয়টি তমার কাছে জানতে পেরে তারা নিশ্চিত হন যে, তমা ছেলেতে রুপান্তরিত হয়েছে। তারপর ছেলেকে রাজশাহী বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে গিয়ে আরো ভাল ভাবে ছেলেতে রুপান্তরিত হওয়ার বিষয়টি নিশ্চিত হন।
তরুণীর বাবা সুধান্ন সরকার জানান, স্থানীয় স্কুল থেকে ২০২৩ সালে এসএসসি পাশ করে মেয়ে তমা। এসএসসি পাশ করার পর রাজশাহীতে আলহাজ্ব সুজা- উজ দৌলা সরকারী কলেজে ভর্তি হয়ে পড়ালেখা শুরু করেন। আর এ সময় তার সহপাঠি প্রথমে তমা পুরুষে রুপান্তর হওয়ার বিষয়টি তাকে অবগত করেন। পরে হরমন বিশেষজ্ঞ চিকিৎসকের নিকট নিয়ে পুরোপুরি নিশ্চিত হই।
তমার মা শিখা রানী জানান, তিনি অনাবৃত করে দেখেছেন মেয়েকে। তার শারীরিক পরিবর্তন ঘটেছে। নারী থেকে পুরুষে রুপান্তর হয়েছেন তমা। একই সঙ্গে তার জীবনযাপন ও আচরণগত পরিবর্তন এসেছে। হিন্দু ধর্মের কিছু রীতিনীতি থাকায় রুপান্তরিত তমা সরকারের নাম এখনও পরিবর্তন করে নতুন নাম রাখা হয়নি।
এ প্রসঙ্গে তমার চিকিৎসক হরমন বিশেষজ্ঞ ডা. কামরুজ্জামান জানিয়েছেন, হরমনের কারণে এরকম দৈহিক পরিবর্তন হওয়া অস্বাভাবিক কিছু নয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com