আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন, একটি স্বাধীন ও শক্তিশালী বিচার বিভাগের, যেখানে বিচারপ্রার্থী জনগণ ভোগান্তিহীনভাবে দ্রুত ন্যায়বিচার পাবেন।তিনি বলেন, তার এ স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বেশকিছু সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করেছে। পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে বিচার বিভাগের জন্য অত্যাধুনিক অবকাঠামো নির্মাণও করছে। যার অন্যতম উদাহরণ ৫৬ কোটি ৬৪ লক্ষ ৩৬ হাজার টাকা ব্যয়ে নির্মিত পিরোজপুর সিজেএম আদালত ভবন। এ ভবনের নির্মাণ ব্যয়, নির্মাণশৈলী, আয়তন ও সুযোগ-সুবিধা বিবেচনা করলে নিশ্চয়ই বলা যায়, এটি একটি অত্যাধুনিক স্থাপনা। এ স্থাপনা অপরূপ সৌন্দর্যের লীলাভূমি পিরোজপুর কে আরও আকর্ষণীয় করে তুলবে।
রোববার (২৫ ফেব্রুয়ারী ) ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে পিরোজপুর নবনির্মিত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালত ভবন উদ্বোধন করেন আইনমন্ত্রী। পরে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন তিনি।আইনমন্ত্রী বলেন, পিরোজপুর যে আদালত ভবন উদ্বোধন করা হলো, তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়নের একটি খণ্ডচিত্র। বর্তমানে দেশের এমন কোনো সেক্টর খুঁজে পাওয়া যাবে না, যেখানে সরকারের উন্নয়নের ছোঁয়া লাগেনি।তিনি বলেন, ‘ব্রিটিশ আমল, পাকিস্তান আমল, জিয়াউর রহমান, এরশাদ ও খালেদা জিয়ার আমলে বিচার বিভাগের যে উন্নয়ন হয়েছে, তার সবগুলো যোগ করলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময়কালের উন্নয়নের সমান হবে । এটি নিছক মুখের কথা না। উন্নয়নের তথ্য-পরিসংখ্যান সেটাই বলে।