জীবিত থেকেও জাতীয় পরিচয়পত্রে নামের পাশে মৃত উল্লেখ থাকায় বিপাকে পড়েছেন মো. তছলিম (৬৭) নামের এক ব্যক্তি। তিনি এখনো হজের নিবন্ধন করতে পারেননি। জাতীয় পরিচয়পত্রে নিজের নাম ঠিক করার জন্য এখন দ্বারে দ্বারে ঘুরছেন।
মো. তছলিম লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উদমারা গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মুনছুর আহাম্মদ। তছলিম বলেন, হজ্বে যাওয়ার জন্য, গত ৩১ জানুয়ারি তছলিম জাতীয় পরিচয়পত্রের অনলাইন কপি তুলতে একটি কম্পিউটার দোকানে যান। কিন্তু অনলাইনে তা পাওয়া যায়নি। এরপর উপজেলা নির্বাচন অফিসে যান তিনি। সেখানে গিয়ে জানতে পারেন তিনি মৃত।