আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের তপসিল ঘোষণা হলেও মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার নির্বাচনী মাঠ সরব করেছে সম্ভাব্য সংরক্ষিত ভাইস চেয়ারম্যান প্রার্থীরা।
পাশাপাশি মাঠে রয়েছে সাধারণ ভাইস চেয়ারম্যান পদের সম্ভাব্য প্রার্থীরাও। তবে চেয়ারম্যান পদে বেশ কয়েকজন সম্ভাব্য প্রার্থীর নাম শোনা গেলেও এখন পর্যন্ত নির্বাচনী মাঠ গরমে তাদের তেমন কোনো তোড়জোড় নেই।
তবে বেশ কয়েকজন সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে জোড় প্রচারণায় মাঠে আছেন। তার মধ্যে দেখা গেছে সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে এবার নতুন মুখ হিসেবে জনগণের দোরগোড়ায় পৌঁছে গেছে গোপীনাথপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোসনা শিকদার।
বিভিন্ন এলাকার জনসংযোগ করতে দেখা যায় জোসনা শিকদারকে। নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, জনগণের সেবার লক্ষেই রাজনীতিতে পদচারণা। জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী যেভাবে এই দেশটাকে উন্নয়নের সুউচ্চ শিখরে নিয়ে যাচ্ছে, তাঁর হাতকে শক্তিশালী করতেই দেশে নারী নেতৃত্বকে তিনি অগ্রাধিকার দিচ্ছেন। সেই লক্ষেই ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের মধ্য দিয়ে মানুষের সেবা করতে চাই। এখন পর্যন্ত মানুষের বেশ সাড়া পাচ্ছি। বাকিটা আল্লাহ ভরসা।
জোসমা শিকদার ব্যতিত এ পদে নতুন মুখ হিসেবে আরও ৪/৫ জনের নাম শোনা যাচ্ছে। এছাড়াও বর্তমান সংরক্ষিত ভাইস চেয়ারম্যান বেগম সাজেদা চৌধুরীও নির্বাচনে অংশ নিবেন বলেও জানা যায়।উল্লেখ্য, ঘোষিত তপসিল অনুযায়ী আগামী ১৫ এপ্রিল মনোনয়ন জমা দেয়ার শেষ দিন। যাচাইবাছাই ১৭ এপ্রিল, আপিলের সুযোগ ১৮-২০ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২২ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল। চূড়াম্ত ভোট গ্রহণ ৮ মে। তবে এ উপজেলায় এবারই প্রথম ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।