চাঁদপুরের ফরিদগঞ্জে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে রেজিয়া বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ফরিদগঞ্জ কালিরবাজারগামী সড়কে ভূঁইয়া বাড়ির পাশের মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। বাজার করতে যাওয়ার পথে চলন্ত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গেলে রেজিয়া বেগম সড়কে পড়ে যান। এ সময় গলায় ফাঁস লেগে তিনি গুরুতর আহত হন। পরে অটোরিকশার চালক দ্রুত গাড়ি থামিয়ে তাকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত রেজিয়া বেগম ফরিদগঞ্জ পৌরসভার পশ্চিম বড়ালী দেওয়ান বাড়ির মৃত আলি আহমেদের স্ত্রী। তিনি দুই ছেলে ও চার মেয়ের জননী ছিলেন।