পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের লঞ্চ ঘাটের পর ঢাকা গলাচিপা সড়ক ভাঙ্গতে শুরু হয়েছে। অতিরিক্ত বৃষ্টি ও জোয়ারের পানির চাপে রাস্তা ভেঙে যাচ্ছে ।এই সড়কটি দিয়ে প্রতিদিন হাজারো মানুষের চলাচল। ঢাকা, বরিশাল, পটুয়াখালী থেকে গলাচিপা উপজেলার এক মাত্র সড়ক পথে যাতায়াতের মাধ্যম এই সড়কটি বর্তমান অবস্থা দেখে জরুরী ভিত্তিতে মেরামত করা প্রয়োজন। হয়তো বা এখনি সড়কটি মেরামত না করলে সারা দেশের সাথে গলাচিপা উপজেলার সড়ক পথের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে এবং আমখোলা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড পানিতে তলিয়ে যাবে রাস্তার বেহাল দশা দেখতে গিয়ে এ কথা বলেছেন আমখোলা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ নিজাম সিকদার ও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পারভেজ । স্থানীয় প্রশাসন যেন অতি দ্রুত রাস্তা মেরামতের কাজ শুরু করেন এটাই সবার প্রত্যাশা