1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
মিঠাপুকুরে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের মানববন্ধন ফুলবাড়ীতে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ উল্লাপাড়ায় বিএনপি মনোনীত প্রার্থী এম আকবর আলীর নির্বাচনী ইশতেহার ঘোষণা পিরোজপুরে জেলা প্রশাসক হিসেবে আবু সাঈদের যোগদান কেন্দুয়ায় মোবাইল কোর্ট অভিযান ঝিনাইগাতী গারো পাহাড়ে নারীর লাশ উদ্ধার ফসিল গ্যাস উত্তোলনের হার জলবায়ু লক্ষ্য অর্জনকে বাধাগ্রস্ত করছে বন্দর চুক্তি বাতিলের চব্বিশ ঘন্টার আল্টিমেটাম মোমিন মেহেদীর গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত দক্ষিণ মহাসাগরে ৩০টিরও বেশি নতুন সামুদ্রিক প্রজাতি আবিষ্কার

অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি ফেনী-২ এ শান্তি ও উন্নয়নের নি

মোহাম্মদ হানিফ
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে

ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি সম্পর্কে মাঝে মাঝে অভিযোগ ওঠে— তাঁর সময়ে নাকি এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। তবে মাঠপর্যায়ের বাস্তবতা ও রাজনৈতিক বিশ্লেষকদের মতামত বলছে ভিন্ন কথা। শান্তির রাজনীতি প্রতিষ্ঠা ও টেকসই উন্নয়ন বাস্তবায়নের মাধ্যমে তিনি এলাকায় রেখে গেছেন স্থায়ী প্রভাব।

সহিংসতা থেকে শান্তির রাজনীতিতে ফেরা

রাজনীতির সহিংস অতীতের কারণে একসময় ফেনীকে অনেকেই ‘লেবানন’ বলে আখ্যা দিতেন। হামলা, দখল ও প্রতিহিংসার রাজনীতি ছিল নিত্যদিনের ঘটনা। বিএনপিতে যোগ দেওয়ার পর অধ্যাপক জয়নালের ওপর হামলা ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
তবুও ক্ষমতায় থেকে তিনি প্রতিহিংসার পথে হাঁটেননি; বরং সহনশীলতা, সম্প্রীতি ও সহাবস্থানের চর্চা প্রতিষ্ঠা করেন। রাজনৈতিক উত্তাপ কমে এসে এলাকায় স্থিতিশীলতা ফিরে আসে— যা তাঁর বড় অর্জন হিসেবে বিবেচিত হয়।

উন্নয়নের বাস্তব চিত্র

অধ্যাপক জয়নাল আবেদীনের সময়েই ফেনীতে কয়েকটি গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রতিষ্ঠানের বাস্তবায়ন সম্পন্ন হয়—

  • ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট পুনরায় চালু
  • ফেনী কম্পিউটার ইনস্টিটিউট প্রতিষ্ঠা
  • ফেনী গার্লস ক্যাডেট কলেজ স্থাপন
  • সদর হাসপাতাল ১৫০ থেকে ২৫০ শয্যায় উন্নীত
  • ট্রমা সেন্টার নির্মাণ
  • জেলা জিমনেসিয়াম নির্মাণ
  • শহরের একাধিক সড়ক প্রশস্তকরণ ও আধুনিকায়ন

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০০১–২০০৬ মেয়াদে ফেনীর তিনটি আসনের মধ্যে সবচেয়ে দৃশ্যমান উন্নয়ন ঘটে ফেনী-২ এ।

সততা ও নীতিনিষ্ঠ রাজনৈতিক চরিত্র

  • দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে ক্লিন সার্টিফিকেট
  • দুর্নীতি বা দখল সংক্রান্ত কোনো প্রমাণিত অভিযোগ নেই
  • ব্যক্তিস্বার্থ নয়, এলাকার স্বার্থকে অগ্রাধিকার— এমন দৃষ্টিভঙ্গির জন্য পরিচিত

তাঁর সততা ও স্বচ্ছ রাজনীতিকে বর্তমান প্রেক্ষাপটে অনেকেই উদাহরণ হিসাবে দেখেন।

মুক্তিযুদ্ধ থেকে সংসদ— দীর্ঘ রাজনৈতিক পথচলা

মুক্তিযুদ্ধের সময় ফেনী অঞ্চলের জোনাল কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক জয়নাল আবেদীন। পরে তিনবার নির্বাচিত এমপি (১৯৮৮, ২০০১, ২০০৮) ও বিএনপি চেয়ারপারসনের কেন্দ্রীয় উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। শিক্ষা জীবন শেষে শিক্ষকতা পেশায় যুক্ত ড. জয়নাল ছাত্র-রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে উঠে আসেন।

উপসংহার

শান্তির রাজনীতি, দৃশ্যমান উন্নয়ন ও নীতিনিষ্ঠ নেতৃত্ব— এই তিন গুণ অধ্যাপক জয়নাল আবেদীন ভিপিকে ফেনী-২ আসনের এক প্রমাণিত ও গ্রহণযোগ্য নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তাঁর সময়কার উন্নয়ন ও রাজনৈতিক স্থিতিশীলতা এখনও এলাকাবাসীর আলোচনায় রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com