1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
পশুরাম-ফুলগাজীতে পানিবন্দী মানুষকে বিজিবি খাবার বিতরন করেন সাদুল্লাপুরে শহীদ নাজমুলের কবর জিয়ারত করলেন জামায়াত নেতৃবৃন্দ মাগুরার শালিখা হরিশপুরে গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে শালিখা থানা পুলিশ হরিপরে বিএসএফ এর গুলিতে বাংলাদেশী যুবক নিহত ঢাকায় ব্যবসায়ী খুনের প্রতিবাদে রাজাপুরে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ উল্লাপাড়ায় পিআইসি-১ ও পিআইসি-২ (এডিপি) প্রকল্পের অর্থায়নে ৩৬ জন দরিদ্র মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ পলাশবাড়ী পৌরসভার কালিবাডী বাজার সড়কে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা; জনদুর্ভোগ চরমে বটিয়াঘাটায় জিয়া স্মৃতি সংঘ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনে বিতর্কিত আওয়ামী লীগ নেতা কলারোয়া বালিয়াডাঙ্গা বাজারে ১২ বছরর ১ কিশোরকে আগুনের ছ্যাকা দিয়ে নির্যাতনের অভিযোগ চাঁদা না দেওয়ায় নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে পাবনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

অন্যায়কে প্রশ্রয় দেয় না খালেদা জিয়া, তারেক রহমান বা বিএনপি; ফরিদপুরে শামা ওবায়েদ

নাজিম বকাউল
  • প্রকাশের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, আমরা আর আয়না ঘর দেখতে চাই না। অন্যায়কে প্রশ্রয় দেয় না খালেদা জিয়া, তারেক রহমান বা বিএনপি। ।জনগণের পাশে থাকুন,  সেবায় থাকুন কিন্তু দখল বাজী নয়।
নির্বাচন প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন,
প্রধান উপদেষ্টা বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এটাকে ইতিবাচক ভাবে দেখছি আমরা। যেসব সংস্কার বিএনপি’র সহ অন্য দলগুলো একমত হয়েছে সেগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে। নির্বাচনের দিকে যাওয়া দেশের জনগণের জন্য সুখকর এবং বাঞ্ছনীয় হবে।
তিনি বলেন, আমরা আর বিগত দিনে যে ফ্যাসিবাদ ছিল সেখানে ফেরত যেতে চাই না, আমরা গণতন্ত্রহীনতায় আর ফেরত যেতে চাই না, আমরা সংবাদপত্রের স্বাধীনতা চাই, আমরা সাংবাদিকদের স্বাধীনতা চাই, কথা বলার অধিকার চাই, আমরা আর আয়না ঘর দেখতে চাই না, গুম, খুন নির্বিচারে মানুষ হত্যা আর দেখতে চায় না।
শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ও সালথা উপজেলা বাজারে পৃথক চারটি মৃত বাড়িতে পরিবার গুলোকে সান্তনা জানাতে গিয়ে সাংবাদিকের সাথে বিভিন্ন  প্রসঙ্গে তিনি এসব কথা বলেন।
তিনি বিকেলে নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের কুঞ্জনগর গ্রামে গত শুক্রবার মৃত অবসরপ্রাপ্ত প্রফেসর আব্দুর জব্বারের বাড়িতে যান। এ সময় তিনি নেতাকর্মীদের নিয়ে তার কবর জিয়ারত করেন। এরপর একই গ্রামের যুবদল নেতা দোলনের মাতার মৃত্যুতে তার বাড়িতে গিয়ে সমবেদনা জানান। পরে সন্ধ্যায় তিনি সালথা উপজেলার সালথা বাজারের পাশে সমীর সাহার বাড়িতে গিয়ে তার মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেন ও হরেন্দ্র নাথ বকশি মন্টুর বাড়িতে গিয়ে সমবেদনা জানান।
এসময় উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাবেক নগরকান্দা উপজেলা যুবদলের আহবায়ক তৈয়বুর রহমান,  সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, বিএনপি নেতা আলীমুজ্জামান সেলু,  নগরকান্দা উপজেলার সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ,  সহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com