1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময় ইবির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভা বর্জন করলো শাখা ছাত্রদল মোংলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের তারেক রহমানের পক্ষে সহায়তা ইউনিভার্সিটি ক্লাব কোম্পানীগঞ্জ এর আত্মপ্রকাশ তারেক রহমান দেশে ফেরার পরে আওয়ামিলীগ ক্রাশ হয়ে যাবে উৎসবমুখর আয়োজনে ৪৭তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন মতবিনিময় সভা কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ সার্কেল শহিদুল হক ও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ রুহুল আমিন অভিযোগের ভিত্তিতে ভূমিদস্যূ মঞ্জু ও তার দোসরদের পাকড়াও করতে পুলিশ অভিযান ​বিধি মেনেই কমিটি গঠন, ভিত্তিহীন অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত,সংবাদ সম্মেলনে ফাতেমা খাতুন

অভিযোগের ভিত্তিতে ভূমিদস্যূ মঞ্জু ও তার দোসরদের পাকড়াও করতে পুলিশ অভিযান

Miah Suleman
  • প্রকাশের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ইশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বিষ্ণুপুর গ্রামে পৈতৃক সূত্রে পাওয়া ও ভোগদলকৃত জমি দখলকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দা মো. সাহেব আলীর ভোগদখলকৃত ভিটায় দীর্ঘদিন ধরে জবরদখলের চেষ্টা চালিয়ে আসা ভূমিদস্যু মঞ্জু ও তার দোসরদের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান শুরু করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি সাহেব আলীর জমিতে জোরপূর্বক ঘর নির্মাণের উদ্যোগ নেয় মঞ্জু বাহিনী। এ ঘটনায় নজরদারি করতে মঙ্গলবার বিকাল ৫টার দিকে ঘটনাস্থলে গিয়ে ছবি তুলছিলেন স্থানীয় সাংবাদিক মিয়া সুলেমান। এসময় মঞ্জু, পিতা মৃত- আব্বাছ আলী, হারুন, জোসনা, পপি, শিউলি ও সাগর দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর চড়াও হওয়ার চেষ্টা করে এবং প্রাণনাশের হুমকি দেয়।
জমির মালিক সাহেব আলী বলেন, “মঞ্জু ও তার সহযোগীরা বহুদিন ধরে আমার ভিটা দখলের চেষ্টা করছে। কয়েক দফা সহিংসতার পর এখন পুরো পরিবারই আতঙ্কে রয়েছে।”
গ্রামবাসীর অভিযোগ, মঞ্জু চক্র বহু বছর ধরে ভুয়া দলিল তৈরি, ভয়ভীতি প্রদর্শন, জমি দখল ও মিথ্যা মামলাবাজিসহ নানাভাবে সাধারণ মানুষকে হয়রানি করে আসছে। অনেক পরিবার ভিটেমাটি হারিয়ে মানবেতর জীবনযাপন করছে।
ঘটনার পর ভুক্তভোগীরা লিখিত অভিযোগ সংশ্লিষ্ট থানায় দায়ের করলে পুলিশ তা গ্রহণ করে এলাকায় অভিযান চালায়। স্থানীয় প্রশাসন জানিয়েছে, অভিযোগের বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com