ময়মনসিংহের ইশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বিষ্ণুপুর গ্রামে পৈতৃক সূত্রে পাওয়া ও ভোগদলকৃত জমি দখলকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দা মো. সাহেব আলীর ভোগদখলকৃত ভিটায় দীর্ঘদিন ধরে জবরদখলের চেষ্টা চালিয়ে আসা ভূমিদস্যু মঞ্জু ও তার দোসরদের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান শুরু করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি সাহেব আলীর জমিতে জোরপূর্বক ঘর নির্মাণের উদ্যোগ নেয় মঞ্জু বাহিনী। এ ঘটনায় নজরদারি করতে মঙ্গলবার বিকাল ৫টার দিকে ঘটনাস্থলে গিয়ে ছবি তুলছিলেন স্থানীয় সাংবাদিক মিয়া সুলেমান। এসময় মঞ্জু, পিতা মৃত- আব্বাছ আলী, হারুন, জোসনা, পপি, শিউলি ও সাগর দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর চড়াও হওয়ার চেষ্টা করে এবং প্রাণনাশের হুমকি দেয়।
জমির মালিক সাহেব আলী বলেন, “মঞ্জু ও তার সহযোগীরা বহুদিন ধরে আমার ভিটা দখলের চেষ্টা করছে। কয়েক দফা সহিংসতার পর এখন পুরো পরিবারই আতঙ্কে রয়েছে।”
গ্রামবাসীর অভিযোগ, মঞ্জু চক্র বহু বছর ধরে ভুয়া দলিল তৈরি, ভয়ভীতি প্রদর্শন, জমি দখল ও মিথ্যা মামলাবাজিসহ নানাভাবে সাধারণ মানুষকে হয়রানি করে আসছে। অনেক পরিবার ভিটেমাটি হারিয়ে মানবেতর জীবনযাপন করছে।
ঘটনার পর ভুক্তভোগীরা লিখিত অভিযোগ সংশ্লিষ্ট থানায় দায়ের করলে পুলিশ তা গ্রহণ করে এলাকায় অভিযান চালায়। স্থানীয় প্রশাসন জানিয়েছে, অভিযোগের বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।