গোসাইগঞ্জ স্কুল এন্ড কলেজ মাঠে অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হলো অরফান’স ট্রাস্টের উদ্যোগে পোশাক বিতরণ, হিফজুল কুরআন প্রতিযোগিতা, ইফতার ও দোয়া মাহফিল। এই মহতী আয়োজনে উপস্থিত ছিলেন গোসাইগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জনাব মোঃ ফারুক হোসেন, অরফান’স ট্রাস্টের সদস্যবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা। প্রধান ও বিশেষ অতিথিরা তাদের গুরুত্বপূর্ণ বক্তব্যে ট্রাস্টের মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। অতঃপর, এতিম, অসহায় ও দুঃস্থ শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ করা হয় এবং দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
অরফান’স ট্রাস্ট: এক পথচলার গল্প:
২০১২ সালে গোসাইগঞ্জের কয়েকজন উদ্যমী যুবকের মানবসেবার ব্রত থেকে জন্ম নেয় ‘অরফান’স ট্রাস্ট’। সম্পূর্ণ অরাজনৈতিক এই সেবামূলক প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠালগ্ন থেকে এতিম ও দুঃস্থ শিশুদের কল্যাণে কাজ করে আসছে। সংগঠনের সদস্যদের মাসিক দান ও অনুদানের মাধ্যমে প্রতি বছর রমজান মাসে এতিম ও অসহায় শিশুদের জন্য পোশাক বিতরণ, ইফতার আয়োজন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়ে থাকে।
প্রথমে মাত্র ৩ সদস্যের একটি পরিচালনা কমিটি, ১৫ জন স্থায়ী সদস্য এবং ৫ জন সহযোগী সদস্য নিয়ে শুরু হওয়া সংগঠনটি আজ এক বিশাল কর্মযজ্ঞে পরিণত হয়েছে। বর্তমানে এতে রয়েছে ৩ সদস্যের পরিচালনা কমিটি, ৪ সদস্যের উপদেষ্টা পরিষদ, ২৫ জন স্থায়ী সদস্য এবং ৯০ জন সহযোগী সদস্য, যারা দিনরাত সমাজসেবায় আত্মনিয়োগ করেছেন।
হিফজুল কুরআন প্রতিযোগিতায় নতুন দিগন্ত:
২০২৪ সালে ১২ বছর পূর্তির বিশেষ উপলক্ষে অরফান’স ট্রাস্ট প্রথমবারের মতো হিফজুল কুরআন প্রতিযোগিতার আয়োজন করে এবং ১০ জন প্রতিযোগীকে পুরস্কৃত করে। এই ধারাবাহিকতায় ২০২৫ সালে ২১টি হাফিজিয়া মাদ্রাসা থেকে বাছাইকৃত ১৩ জন প্রতিযোগী অংশগ্রহণের সুযোগ পাচ্ছে, যা সংগঠনের ধর্মীয় শিক্ষার প্রচারে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
১৩তম বর্ষপূর্তির বিশেষ আয়োজন:
এই বছর সংগঠনের ১৩তম বর্ষপূর্তিতে ৩৫ জন এতিম এবং ৩৩ জন অসহায় ও দুঃস্থ শিক্ষার্থীদের মধ্যে নতুন পোশাক বিতরণ করা হয়েছে। এছাড়াও, ৩০০ জনের জন্য ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। শুধু তাই নয়, পোশাকপ্রাপ্ত শিক্ষার্থীদের ঈদের আনন্দ আরও বাড়িয়ে তুলতে প্রতিবারের মতো এবারও তাদের ৫০ টাকা করে ঈদ উপহার এবং হুজুর ও শিক্ষার্থীদের যাতায়াত ভাতা প্রদান করা হয়েছে।
মানবতার পথে অবিচল প্রতিজ্ঞা:
অরফান’স ট্রাস্ট কেবল এতিম ও দুঃস্থদের সহায়তায় থেমে নেই; এটি সমাজের যেকোনো আকস্মিক দুর্যোগ, হতদরিদ্রদের চিকিৎসা সহায়তা এবং অন্যান্য মানবকল্যাণমূলক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ২০২০ সালের কোভিড-১৯ মহামারির সময়েও সংগঠনের কার্যক্রম থেমে থাকেনি। স্বাস্থ্যবিধি মেনে গোসাইগঞ্জ এলাকার ৯২টি অসহায় পরিবারকে দুই বেলা খাবার সরবরাহ করেছিল সংগঠনটি।
একযুগের সাফল্যের ধারাবাহিকতা:
গত ১৩ বছরে সংগঠনটির ছয়জন সভাপতি, আটজন সাধারণ সম্পাদক এবং ছয়জন কোষাধ্যক্ষ নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাদের আন্তরিকতা ও অবদান সংগঠনটিকে এই উচ্চতায় পৌঁছে দিয়েছে। এ পর্যন্ত ৪৪৮ জন এতিম ও দুঃস্থ শিক্ষার্থীর মাঝে নতুন পোশাক বিতরণ এবং প্রায় ২,৫০০ জনের জন্য ইফতার আয়োজন সম্পন্ন করা হয়েছে, যার মোট ব্যয় ১৫ লক্ষাধিক টাকা।
আগামীর পথে প্রতিজ্ঞাবদ্ধ অরফান’স ট্রাস্ট:
মানবসেবার এই উদ্যোগ হয়তো অনেকের কাছে ছোট মনে হতে পারে, কিন্তু এটি প্রকৃতপক্ষে এক বিশাল দায়িত্ব এবং পরম করুণাময় আল্লাহর এক বিশেষ অনুগ্রহ। ভবিষ্যতেও অরফান’স ট্রাস্ট মানবতার সেবায় নিজেকে নিয়োজিত রাখার দৃঢ় অঙ্গীকার নিয়ে এগিয়ে যাবে, ইনশাআল্লাহ।