1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০১:৪৬ অপরাহ্ন

অর্থ-সামাজিক উন্নয়ন হিসেবে “সমন্বিত উন্নয়ন উদ্যোগ” নিয়ে জনগণের দোরগোড়ায় পিরোজপুরের জেলা প্রশাসক

কামরুল আহসান (সোহাগ)
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

আর্থ-সামাজিক উন্নয়নে এক ব্যতিক্রমী উদ্যোগ “সমন্বিত উন্নয়ন উদ্যোগ”এ স্লোগানকে সামনে রেখে পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান সরকারি দপ্তরের সেবা জনগণের দোর গোড়ায় নিয়ে এসে এক রোল মডেল সৃষ্টি করেছেন। সোমবার (১০ মার্চ) দিন ব্যাপী পিরোজপুরের জিয়ানগর উপজেলার ২নং বালিপাড়া ইউনিয়নের চর সাঈদখালী গ্রামের আবাসনে তিনি সমন্বিত উন্নয়ন উদ্যোগের বিভিন্ন কার্যক্রমের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছেন। উপজেলা নির্বাহী অফিসার হাসান বিন মুহাম্মদ আলীর সভাপতিত্বে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণের কথা বলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,মানুষ সেবা নিতে সরকারি দপ্তরে আসবে সাধারণত এটা নিয়ম থাকলেও সরকারি কর্মকর্তারা সেই সেবা অনগ্রসর পিছিয়ে পড়া মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবে এমনই এক ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে জিয়ানগর উপজেলার নদী-বেষ্টিত দুর্গম চর সাঈদখালীর চর অঞ্চলের সুবিধা বঞ্চিত মানুষের কাছে পৌঁছে দেবে। “সমন্বিত উন্নয়ন উদ্যোগ” গ্রহণের মাধ্যমে অনগ্রসরও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মান যাতে উন্নত হয়,তাদের ভাগ্যের যাতে পরিবর্তন করা যায়, মানুষ নিজ ঘরে বসে যাতে সেবা পায় সেজন্যই এমন ব্যতিক্রম উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এখানকার মানুষ অনগ্রসর ও পিছিয়ে পড়া বিধায় সরকারি বিভিন্ন দপ্তরের সেবা সম্পর্কে তারা সচেতন নয়। জীবন ও জীবিকা উন্নয়নের জন্য কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, শিক্ষা, স্বাস্থ্য ও তথ্য সংক্রান্ত বিভিন্ন তথ্যসেবা নিয়ে আমরা এই প্রদর্শনীর আয়োজন করেছি। কৃষকদের মাঝে বকনা বাছুর, সার,বীজ, চাল বিতরণ সহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। এছাড়া চরের চাষীদের উৎপাদিত কৃষি ফসল ভাঙ্গি, তরমুজ, মিষ্টি আলু, বাদাম সহ উৎপাদিত বিভিন্ন ফসলের প্রদর্শনী তিনি ঘুরে দেখেন। তিনি ২০০ হেক্টর অনাবাদি জমিতে চাষযোগ্য করার জন্য ধন্যবাদ জানান। কৃষকদের সার, বীজ, কীটনাশক ঔষধ সরবরাহ করেন। জেলেও কৃষকরা যাতে সহজ শর্তে ঋণ পায় সে ব্যবস্থা গ্রহণের কথা কার্যকরী পদক্ষেপ গ্রহণের কথা বলেন এবং দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য একটি নৌ-অ্যাম্বুলেন্স সরবরাহের কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আলাউদ্দিন ভূঁইয়া (জনি), জেলা কৃষি সম্প্রসারণ এর উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাঈদী পুুএ আলহাজ্ব মাসুদ সাঈদী, উপজেলা কৃষি কর্মকর্তা কামরুন নাহার সুমি, উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা আলী হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা বৃন্দ, মিডিয়া ও গণমাধ্যম কর্মী,গণ্যমান্য ব্যক্তিবর্গ ও চরের বাসিন্দাগণ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com