নিয়মিত অর্ধ বার্ষিক পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে গৌরনদী মডেল থানা পরিদর্শন করেছেন বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গৌরনদী সার্কেল) মোসা. শারমিন আক্তার রাখি। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ১১টায় তিনি থানার সামগ্রিক প্রশাসনিক ও সেবা কার্যক্রম ঘুরে দেখেন।
পরিদর্শনের সময় এডিশনাল এসপি থানার বিভিন্ন দাপ্তরিক নথিপত্র, মামলা তদন্তের অগ্রগতি, অস্ত্রাগারের ব্যবস্থাপনা, নারী ও শিশু সহায়তা ডেস্ক, বিশ্রামাগার এবং ডিউটি রোস্টারসহ গুরুত্বপূর্ণ ইউনিটসমূহ পরিদর্শন করেন। পাশাপাশি তিনি পুলিশের জন্য বরাদ্দ সুবিধা, নিরাপত্তা ব্যবস্থা, হাজতখানা এবং জনসেবামূলক কার্যক্রমের মান নিয়মিত পর্যবেক্ষণ করেন।
থানা পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম, ওসি তদন্ত মাহবুবুর রহমান, থানার উপ-পরিদর্শকগণ, সহকারী উপ-পরিদর্শকগণসহ সকল পুলিশ সদস্য।
পরিদর্শন শেষে শারমিন আক্তার রাখি সাংবাদিকদের বলেন, “গৌরনদী মডেল থানার কার্যক্রম সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরিচালিত হচ্ছে। এখানকার অফিসাররা আন্তরিকতার সাথে জনগণের নিরাপত্তা ও সেবায় কাজ করছেন। থানার সার্বিক ব্যবস্থাপনা সন্তোষজনক।”
তিনি আরও বলেন, “বর্তমানে গৌরনদী উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মাদক, চুরি, ছিনতাইসহ যেকোনো অপরাধ প্রতিরোধে স্থানীয় পুলিশ সর্বদা সতর্ক অবস্থানে আছে। আমরা চাই জনসাধারণ আরও বেশি আস্থা নিয়ে পুলিশের কাছে আসুক এবং সেবা গ্রহণ করুক।”
সার্কেল অফিসার পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা, শৃঙ্খলা, কাজের গতি ও জনগণের সাথে আচরণ আরও উন্নত করার বিষয়ে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, থানার সেবা কার্যক্রমে কোনো ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না। একইসাথে তিনি পুলিশ সদস্যদের মানবিক আচরণ, দায়িত্বশীলতা ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান।
পরিদর্শন শেষে থানার কর্মকর্তারা এডিশনাল এসপি-কে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে আইনশৃঙ্খলা আরও সুসংহত রাখতে যৌথভাবে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।