কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলায় ৮ নং পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের ব্যান্ডের বাজারে সরকারি ব্রিজের রেলিং ভেঙে জামায়াত নেতার খাল দখল করার অভিযোগ উঠেছে।
অষ্টগ্রাম উপজেলার জামায়াতে ইসলামীর আমির মোঃ মাওলানা আশরাফুল হকের নেতৃত্বে শহীদ মিয়া,কামরুল মিয়া,আফরুজ মিয়া সহ আক্কল গংরা গত ১৩/১১/২০২৫/ ইং তারিখে প্রকাশ্যে দিবালোকে ব্রিজ এর, এক পাশের রেলিং ভেঙে ফেলে ও রাতের আঁধারে মাটি ফেলে খাল ভরাট করে।
এই নিয়ে এলাকার তোলপাড় সৃষ্টি হয়েছে এলাকার স্থানীয়রা জানায়, ব্যান্ডের বাজারের জামাতে ইসলামীর আমির,মাওলানা আশরাফুল হক এর নেতৃত্বে শহীদ গং জামায়াতে ইসলামীর দলিয় প্রভাব খাটিয়ে ব্রিজের একপাশের রেলিং ভেঙে ফেলে ও মাটি দিয়ে খাল ভরাট করতে গিয়ে, পাশে থাকা আরেকটি সরকারি টিউবওয়েল এর নিচে পাকা করা কিছু অংশ ভেঙে ফেলে।
এই বিষয়ে আজ ২৫/১১/২০২৫/ ইং তারিখে অষ্টগ্রাম রিপোর্টার্স ক্লাবের ৩ সদস্য সরেজমিনে গিয়ে দেখা যায় সরকারি খালে মাটি ফেলার কারণে বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এলাকাবাসী আরো বলেন,আমরা আগে যে জমিতে ধানের জ্বালা ও বিজ তৈরি করে হাওরে নিয়ে সেই বিজ রুপন করতাম, সেই জমিতে এখন পানির কারণে আমাদের জ্বালা বিজ তৈরি করতে অসুবিধা হচ্ছে বলে জানিয়েছেন কৃষকরা।
এই বিষয়ে সাংবাদিকরা মুঠোফোনে উপজেলা নির্বাহী অফিসার দিলশাদ জাহান (ইউএনও) কাছে জানতে চাইলে তিনি ঘটনাস্থলে এসে, অভিযুক্ত দের বলেন আপনারা সবাই অপরাধ মূলক কাজ করেছেন আপনারা ব্রিজ টি পুনরায় নিজেদের অর্থায়নে ভেঙে যাওয়া এক পাশে রেলিং পুনরায় স্থাপন করে দেওয়ার নির্দেশ দেন। সেই সাথে বলেন আগামীকাল ২৬/১১/২০২৫/ ইং তারিখে অষ্টগ্রাম উপজেলার সহকারী কমিশনার ভূমি এসে খালের জায়গা মেপে মাটি ফেলার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।