কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলায় নবগঠিত অষ্টগ্রাম রিপোর্টার্স ক্লাবের,পরিচিতি সভার তারিখ ৭ই জলাই পরিবর্তন করে ১১ই জুলাই রোজ শুক্রবার, বেলা ৪ ঘটিকার সময় অষ্টগ্রাম উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হবে বিষয়টি নিশ্চিত করেছেন। অষ্টগ্রাম রিপোর্টার্স ক্লাবের সভাপতি,শাহীন মিয়া তিনি বলেন আমাদের পরিচিতি সভার অনুষ্ঠানটির প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান,তিনি গুরুত্বপূর্ণ একটি কাজে ব্যস্ত থাকায় আমাদের অনুষ্ঠানটি ৭ জুলাই পরিবর্তন করে ১১ই জুলাই করার সিদ্ধান্ত নিয়েছি । আমরা ইতিমধ্যেই আমাদের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে আমাদের বিশেষ অতিথি আমন্ত্রিত্ব অতিথিদের এবং মুঠোফোনে আমাদের অনুষ্ঠানের তারিখ পরিবর্তনের বিষয়টি সকলকে জানিয়ে দিয়েছি।