নড়িয়া বাসির গণদাবি সমূহের বাস্তবায়ন করার দাবিতে প্রফেসর ডঃ মোহাম্মদ হোসেন বকাউল এর আহবানে এক বিশাল মানববন্ধনেডাক দিয়েছেন (১)নড়িয়ায় নির্মাণাধীন নড়িয়া ও বজেশ্বর সেতু সময়ের কাজ দ্রুত শেষ করা (২)নদীয়াতে ৫০ শয্যার বিশিষ্ট নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দ্রুত উদ্বোধনের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা (৩)নড়িয়া নদী রক্ষা বাত ক্ষতিগ্রস্ত হয় এমন পদক্ষেপ থেকে বিরত থাকা এই দাবি সমুহের জন্য আগামীকাল রোজ মঙ্গলবার বাংলাদেশ জামায়াত ইসলামে নড়িয়া সখিপুরের গণমানুষের প্রিয় নেতা বকাউল শেখ পরিবারের সুযোগ্য সন্তান প্রফেসর ডঃ মাহমুদ হোসেন বকাউল আমাদের দৈনিক দেশবলেটির নিউজকে বলেন নড়িয়া সখিপুরের মানুষের অস্থায়ী আমার কাম্য তার সুস্থ দানের সুস্বাস্থ্যই আমার আশা ইনশাআল্লাহ৷ প্রচারে দৈনিক দেশ বুলিটির নিউজ ভেদিরগঞ্জ উপজেলা প্রতিনিধি আল-আমিন সরদার