জানা গেছে ১৩ই মার্চ বৃহস্পতিবার ৬ বছরের মরিয়ম ও ছাড় পেলো না নরোপশু নুরুল ইসলাম(৬০)এর হাত থেকে। গত ১৩ই মার্চ বৃহস্পতিবারে মরিয়মের মা মরিয়ম কে রেখে কাজ করতে গিয়েছিলো ঠিক ঐ সময় টা কে কাজে লাগিয়ে মরিয়ম ও তার সাথে আরও একটি ছোট মেয়েকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে নুরুল ইসলাম । ধর্ষণ করার পর মরিয়মের পরিবার কে হুমকি দেয় যদি তারা আইনের আশ্রয় নেয় তাহলে মরিয়ম কে মেরে বাথরুমে রাখবে। ঘটনা জানা জানি হলে গ্রামবাসীরা বলে ১৪ই মার্চ রাতে তাদের নিয়ে বৈঠক বসা হবে এবং বিচার করা হবে আজ রাতে বৈঠক বসার কথা ছিল ভিকটিম উপস্থিত হইলেও ধর্ষক অর্ধেক রাস্তায় এসে পালিয়ে যায়। বর্তমান গ্রামবাসী পুলিশকে খবর দেওয়ায় কাহালু থানার ওসি ভিকটিমের বাসায় যায় এবং তথ্য নেয়। ভিকটিম মরিয়মের শরীরের বিভিন্ন জায়গায় আঘাত রয়েছে, বিশেষ করে তার যোনিপথের আশপাশে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। আশপাশ ছিলে ও যখম হয়ে খুব ভয়াবহ অবস্থা হয়েছে। তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, এবং তিনি মানসিকভাবে অনেকটা আঘাতপ্রাপ্ত। এই ঘটনাটি ঘটেছে কাহালু পাইকড় ইউনিয়ন আড়োলা বাজারে দদি সাগর আবাসন প্রকল্পের ভিতরে, ধর্ষকের নাম নুরুল ইসলাম।। এখন পয়ন্ত কোন মামলা হয়নি, তবে মা কাহালু থানার ওসি জানায় মামলার প্রস্ততি চলছে। মামলা শেষে আসামিকে গ্রেফতার করে তদন্ত সাপেক্ষে শাস্তি দেওয়া হবে।