আজ ৫ আগস্ট (মঙ্গলবার) বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার উদ্যোগে এক গণমিছিলের আয়োজন করা হয়। উক্ত গণমিছিলে ছাত্র-জনতার ঢল নামে। হাজার হাজার মানুষ এতে অংশগ্রহণ করে। মানুষের মাঝে আবেগ, আনন্দ, উচ্ছ্বাসের কোনো কমতি ছিল না। উক্ত গণমিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার চত্বরে এক গণজমায়েতে শামিল হয়। উক্ত গণজমায়েতে সভাপতিত্ব করেন প্রবীণ রাজনীতিবিদ, মজলুম জননেতা বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার সংগ্রামী আমির জনাব আলহাজ্ব তাফাজ্জল হোসাইন ফরিদ,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর ১আসনের মনোনীত প্রার্থী জননেতা আলহাজ্ব মাসুদ সাঈদী। প্রধান অতিথি তার বক্তব্য বলেন আজ ঐতিহাসিক ফ্যাসিস্ট মুক্ত ৫ আগস্ট। আজকের এই দিনে বাংলাদেশ ২য় স্বাধীনতা অর্জন করেছে এবং আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। প্রয়োজন হলে আবারও জীবন দিয়ে জুলাই এর মর্যাদা রক্ষা করতে হবে। উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি জনাব অধ্যক্ষ জহিরুল হক।