বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: জহুরুল ইসলাম এর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে ফেনিগ্রাম এর শফিকুল নামে( ৪৫)এক ব্যক্তি।তিনি অভিযোগ করেন ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মো: রাশেদুল ইসলাম কে জন্ম নিবন্ধন ও এন আইডি কার্ডে নামের সংশোধন করার জন্য কয়েকমাস আগে ৬০০০ টাকা দিয়েছে। কিন্তু এখন পর্যন্ত কাজ করতে না পারায় ভুক্ত ভোগী শফিকুল ইউনিয়ন পরিষদে বারবার এসেও কোনো সমাধান পায়নি।কিন্তু প্রকৃতপক্ষে ঐ ব্যক্তি পাসপোর্ট ও ুএনআইডির নামের সংশোধন করার জন্য টাকা দিয়েছে যদি এনআইডি সংশোধন ও পাসপোর্টের কাজ ইউনিয়ন পরিষদের নয়। এমতাবস্থায় ভুক্ত ভোগী এক সংবাদ মাধ্যমকে বলে যে চেয়ারম্যান ও বিষয়টি জানে ও উনাকেও জানানো হয়েছিলো।যদিও চেয়ারম্যান এ বিষয়ে কিছু জানেনা।