বগুড়ার আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মোস্তাফিজুর রহমানের সাথে এনজিও সমন্বয় ফোরামের নেতৃবৃন্দের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১২ টায় আদমদীঘি থানার ওসির কার্যালয়ে অনুষ্ঠিত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা এনজিও সমন্বয় ফোরামের সভাপতি কাওছার আলী বিশ্বাস, সহ সভাপতি আব্দুল আলিম, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম জেন্টু ও কোষাধ্যক্ষ শাম্মী আক্তার প্রমূখ।
সভায় এনজিও সমন্বয় ফোরামের অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানগুলোকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন ওসি। মত বিনিময় সভা শেষে ওসিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়।