২০০৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ রুমানা আফরোজ।উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোছাঃ মাহমুদা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় আরো বক্তব্য রাখেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এসএম মোস্তাফিজুর রহমান, আদমদীঘি প্রেসক্লাবের সেক্রেটারি মেহেদী হাসান, বীরমুক্তিযোদ্ধা আলতাফ হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান বাংলাদেশ জামায়াতী ইসলামী মোঃ গোলাম রাব্বানী ছাত্রনেতা আব্দুলাহ আল ফাহাদ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৌফিক আজিজ উপজেলা কৃষি কর্মকর্তা মিঠু চন্দ্র অধিকারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শুভজিৎ কুন্ডু ডেন্টাল সার্জন প্রমুখ। আলোচনা সভার আগে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও আহতদের পরিবারের সদস্যদের ফুলেল শুভেচ্ছা এক মিনিট নিরবতা পালন করেন। এছাড়া আহত ও শহীদদের স্মরণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।