বগুড়ার আদমদীঘিতে ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে বাবা-ছেলের পথরোধ করে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে উপজেলার শিয়ালসন গ্রামের মৃত সামছউদ্দিন খন্দকারের ছেলে রওশন আলী খন্দকার ৫ জনের নাম উল্লেখ করে থানায় একটি লিখিত অভিযোগ করেন। ঘটনাটি শিয়ালসন মোড়ে ঘটে।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, রবিবার দুপুর ২টার দিকে আদমদীঘি বাজারে রওশন আলী খন্দকারের রড ও সিমেন্টের দোকানে শিয়ালশন গ্রামের জাহিদ, জিহাদ, রিহাদ, নূর মোহাম্মদ ও ইব্রাহীমসহ অজ্ঞাত আরো ৩-৪ জন ব্যাক্তি এসে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করলে তারা অকথ্য ভাষায় গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। এরপর বেলা ৩ টায় রওশন আলী ও তার ছেলে সোহরাব হোসেন দোকান থেকে বাড়ি ফেরার পথে তাঁদের পথরোধ করে মারপিট করে।
রওশন আলী খন্দকারের দাবী, তার কাছে থাকা ৫ লাখ ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে তারা।
এদিকে পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রওশন আলীর বাড়িতে বিবাদীরা রঙ মিস্ত্রির কাজ করেন। প্রথম দিনই রওশন তাদের কাজ পছন্দ করেননি । এরপরও রঙ মিস্ত্রিরা তাদের কাজের টাকা নিতে রওশনের দোকানে যান। টাকা চাওয়া নিয়ে দু’পক্ষের মধ্যে সেখানে হট্টগোল বাঁধে।
জিহাদের দাবী, টাকা চাওয়ায় তাদের ২ জনকে দোকানের দরজা বন্ধ করে মারপিট করা হয়েছে। আর সেই রাগে শিয়ালসনের রাস্তায় বাবা-ছেলের পথরোধ করে মারপিট করা হয়।
আদমদীঘি থানার উপ-পরিদর্শক (এসআই) ফেরদৌস আলী বলেন, উভয়ের বাড়ি একই জায়গায়। তাদের মধ্যে আগেই মনোমালিন্য ছিলো। ঘটনার পর থানায় অভিযোগ হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।