ভোলার লালমোহন পৌরসভার থানার মোড়ে লাইসেন্স ছাড়া এবং অনুমোদিত পরিমাণের অতিরিক্ত পেট্রোল বিক্রির অভিযোগে দুই দোকানে অভিযান চালিয়ে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১২ নভেম্বর) বিকালে লালমোহন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রেজাওনুল হক এ অভিযান পরিচালনা করেন। পেট্রোলিয়াম পণ্য (বিক্রয়) আইন, ২০১৬ অনুযায়ী, অভিযানে দুইটি পৃথক মামলায় মোট ৬,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় ম্যাজিস্ট্রেট জানান, “লাইসেন্স ছাড়া এবং নির্ধারিত সীমার বাইরে পেট্রোল বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, লাইসেন্সবিহীনভাবে দাহ্য জ্বালানি বিক্রির মাধ্যমে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। তাই প্রশাসন নিয়মিত নজরদারি চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।