চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পারিবারিক কলহকে কেন্দ্র করে মেয়ের জামাই খুন করে তার আপন শাশুড়ীকে।ঘটনাটি ঘটেছে আজ (৯ মার্চ) আনুমানিক সকাল ০৬ টায় উপজেলার পরৈকোড়া ইউনিয়নে ওষখাইন পূর্বপাড়া গ্রামে। নিহত রশিদা খাতুন (৪৫) পূর্বপাড়া গ্রামের বাদশা মিয়ার স্ত্রী। ঘাতক মেয়ের জামাই হেলাল উদ্দিন মানিক একই গ্রামের বাসিন্দা ফরিদুল ইসলামের ছেলে। স্থানীয় বাসিন্দারা জানা, বিয়ের পর থেকেই হেলাল উদ্দিন মানিক এর সাথে তার স্ত্রী নারগিছ আকতারের পারিবারিক লেগে থাকতো।হেলাল তার স্ত্রীকে প্রায়ই শারীরিকভাবে নির্যাতন করত। এভাবে চলতে থাকলে শাশুড়ির সাথে মেয়ের জামাই হেলাল উদ্দিন মানিকের নিয়মিত কথা কাটাকাটি হতো। ঘটনার দিন সকালে স্বামী-স্ত্রী সাথে ঝগড়ার পর স্ত্রী কর্মস্থল কেইপিজেডে চলে গেলে শাশুড়ীর সাথে মেয়ের জামাই এর পূণরায় ঝগড়া বাঁধে।এসময় ঘটনার এক পর্যায়ে মেয়ের জামাই লোহার রড দিয়ে শাশুড়ীকে আঘাত করলে ঘটনাস্থলেই শাশুড়ীর মৃত্যু হয়। ঘটনার পর থেকে ঘাতক মেয়ের জামাই পলাতক রয়েছে বলেও স্থানীয়রা জানান। এবিষয়ে জানতে চাইলে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মো. মনির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে এ ঘটনার আইনীয় প্রক্রিয়া গ্রহণ করা হবে।