২১ শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাতক্ষীরার আশাশুনি উপজেলা জামায়াতের উদ্যোগে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২১ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা জামায়াত কার্যালয়ে এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওঃ আনওয়ারুল হকের সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহ সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম,সহ সেক্রেটারি প্রভাষক মাওঃ ওমর ফারুক। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এ্যাডঃ আব্দুস সোবহান মুকুল,উপাধ্যক্ষ আব্দুস সবুর,জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মাওঃ আবু বকর সিদ্দিক,উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওঃ নূরুল আবছার মোর্তাজা,সহ সেক্রেটারী মাওঃ আব্দুল বারী,প্রভাষক শাহজাহান,ডাঃ রোকনুজ্জামান,শাহ অহিদুজ্জামান শাহিন,অফিস সেক্রেটারি মাওঃ রুহুল কুদ্দুস,সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা রিয়াছাত আলী,পেশাজিবি সংগঠনের সভাপতি মাওলানা আতাউর রহমান,আই বি ডব্লিউ এফ সভাপতি এবি এম আলমগীর পিন্টু,শোভনালী ইউনিয়ন আমির মাওঃ জিয়াউর রহমান,সেক্রেটারি আলহাজ্ব দেছের আলী,বুধহাটা ইউনিয়ন আমীর মাওঃ আব্দুল ওয়াদুদ,সেক্রেটারি রবিউল ইসলাম,কুল্যা ইউনিয়ন আমীর মাওঃ ইউসুফ,সেক্রেটারি ফয়সাল হোসেন,দরগাপুর ইউনিয়ন আমীর প্রভাষক আব্দুল গনি,সেক্রেটারী মাওঃ জাকির হোসেন,বড়দল ইউনিয়ন আমির মাওলানা আব্দুল ওয়াজেদ,সেক্রেটারি সেকেন্দার আলী,আশাশুনি ইউনিয়ন আমীর হাফেজ আব্দুল্লাহ,সেক্রেটারি মাওঃ আব্দুল হাই,শ্রীউলা ইউনিয়ন আমির মাওলানা লুৎফর রহমান,সেক্রেটারি শাহীনুল ইসলাম,খাজরা ইউনিয়ন আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান,সেক্রেটারি মাওঃ আব্দুর রশিদ,আনুলিয়া ইউনিয়ন আমির মাওলানা হারুন-অর রশিদ,সেক্রেটারি গাজী আব্দুর রশিদ,প্রতাপনগর ইউনিয়ন আমির মাওলানা অহিদুজ্জামান,কাদাকাটি ইউনিয়ন আমীর মাওঃ আবু বক্কর সিদ্দিক প্রমুখ। সভায় বক্তারা ২১ ফেব্রুয়ারি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং যাদের ত্যাগের বিনিময়ে আজকের এই বাংলাদেশ তাদেরও আত্মার মাগফেরাত কামনা করেন। আগামীর বাংলাদেশকে একটি বৈষম্যহীন,আদর্শ ও কল্যাণ রাষ্ট্রে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন।