গতকাল,৫ ফেব্রুয়ারি ২০২৪ ইং, বদরখালী বাজার সোনালী ব্যাংক চত্বরে গ্রন্থাগারের সভাপতি এস এম আক্তার কামালের সভাপতিত্বে, “আবদুল হান্নান গণ-গ্রন্থাগার” -এর উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পাঠ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরে হোছাইন আরিফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফখরুল ইসলাম। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট লেখক, কবি ও প্রাবন্ধিক অধ্যাপক দিলওয়ার চৌধুরী।
প্রধান অতিথি মহোদয়কে গণ-গ্রন্থাগারের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রধান করেন উক্ত গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা নুরে হাবিব তছলিম। প্রধান আলোচক অধ্যাপক দিলওয়ার চৌধুরীকে সম্মাননা ক্রেস্ট প্রধান করেন গ্রন্থাগারের সভাপতি এস এম আক্তার কামাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ নজরুল ইসলাম, মাধ্যামিক শিক্ষা অফিসার চকরিয়া উপজেলা। বদরখালী ডিগ্রি মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাঈদ আহমদ তারেক, বদরখালী ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক আলতাফ হোসেন, অধ্যাপক আবুল বশর, বদরখালী ডিগ্রি মাদ্রাসার অধ্যাপক মকসুদ আহমদ, প্রবীন শিক্ষাবিদ মাস্টার আবদুল জলিল, বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির পরিচালক শাহাব উদ্দিন শাকিল এবং জিয়া উদ্দীন জিয়া, বদরখালী কলোনীজেশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল কাদের বাবুল, সহকারী শিক্ষক মাস্টার নুরুল ইসলাম, মাস্টার মোঃ সেলিম, বদরখালী ডিগ্রি কলেজর গ্রন্থাগারিক মঞ্জুর আলম, বদরখালী ডিগ্রি মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাষ্টার মকবুল হোসেন, বদরখালী লিটল জুয়েলস সমবায় স্কুলের শিক্ষক সিরাজুল মোস্তফা ছোটন, বদরখালী ইকরা একাডেমির শিক্ষক জসিম উদ্দিন ও বদরখালীর তরুন কবি আবদুল মান্নান প্রমুখ।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ ফখরুল ইসলাম উপস্থিত পাঠ প্রতিযোগী ও উপস্থিত জনসাধারণের উদ্যেশ্যে বলেন; “আমিও আমার বাড়ীর পাশের গণ-গ্রন্থাগারের বই পড়ে এ পর্যায়ে এসেছি; তোমরাও এই গণ-গ্রন্থাগারে এসে বই পড়বে। এ রকম জনবহুল স্থানে গণ-গ্রন্থাগার প্রতিষ্ঠা করায় আবদুল হান্নান পরবারের প্রতি ধন্যবাদ জানাচ্ছি এবং আমিও উক্ত গ্রন্থাগারের সমৃদ্ধির জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্বক সহযোগিতা করে যাবো।”
প্রধান আলোচক অধ্যাপক দিলওয়ার চৌধুরী বলেন; “এ গণ-গ্রন্থাগার -এর কথা আমি আমার বন্ধু কবি মিনার মনসুর (জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক) -এর কাছ থেকে শুনেছি। এই উপকূল অঞ্চলে আজকের এই স্বার্থবাদী লালসামূখী প্রতিযোগীতার বাজারে এ ধরণের ব্যাতিক্রমধর্মী গণগ্রন্থাগার প্রতিষ্ঠা করা নিশ্চয় একটি মহৎ উদ্যোগ। আমি নুরে হাবিব তসলিমসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি”।
উল্লেখ্য, প্রধান অতিথিসহ সকল অতিথির উপস্থিতিতে গত ৩০ ও ৩১ জানুয়ারি বই পাঠ প্রতিযোগিতার বিজয়ীদেরকে পুরষ্কার প্রধান করা হয়। উক্ত বই পাঠ প্রতিযোগিতায় বদরখালী ডিগ্রি কলেজ, বদরখালী কলোনীজেশন উচ্চ বিদ্যালয়,রলিটল জুয়েলস সমবায় স্কুল, ইকরা একাডেমি বদরখালীর প্রায় ৬০ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। সেখান থেকে বিচারকের রায়ে প্রতি প্রতিষ্ঠান থেকে ৩ জন করে ১৩ জন শিক্ষার্থীকে পুরষ্কৃত করা হয়।
উক্ত অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন গণগ্রন্থাগারের সম্পাদক কবি সাইফুল মোস্তফা।
উক্ত অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন, ডা. আতিকুর রহমান (এম.বি.বি.এস, বিসিএস স্বাস্থ্য।)