আমতলী পৌর যুবলীগের সভাপতি অ্যাডভোকেট জনাব আরিফ উল হাসানকে গ্রেফতার করেছে আমতলী থানা পুলিশ। তাকে রাজধানী ঢাকার ভাটারা থানায় দায়েরকৃত সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। জানা গেছে, ঢাকার ডিএমপি’র ভাটারা থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত একটি মামলার ভিত্তিতে আমতলী থানা পুলিশ আজ (৩০জুলাই) বুধবার তাকে আটক করে। পরে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে বুধবার (৩০ জুলাই) তাকে গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। এ বিষয়ে আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব জগলুল হাসান গণমাধ্যমকে জানান, “ঢাকার একটি মামলার প্রেক্ষিতে গ্রেফতারি পরোয়ানা থাকায় আমরা তাকে আটক করি এবং যথাযথ প্রক্রিয়ায় আদালতে প্রেরণ করেছি।”