পঞ্চগড়ের দেবীগঞ্জে আমন ধানের ক্ষেত থেকে সুলতানা আক্তার রত্না (২০) নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ জুলাই) সকালে দেবীগঞ্জ ইউনিয়নের মাঝাপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পরে ময়নাতদন্তসহ প্রয়োজনীয় পরীক্ষার জন্য মরদেহটি দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাকে হত্যার পর ফেলে যাওয়া হয়েছে বলে ধারণা স্থানীয়দের।
নিহত তরুণী রত্না ওই এলাকার রবিউল ইসলামের মেয়ে। তিনি দেবীগঞ্জ মহিলা কলেজে স্নাতক প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। মরদেহ উদ্ধারের সময় তার হাতে মোবাইল ফোনের কাভার ও একটি কাপড়ের ব্যাগ ছিল।রাতের খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়ে ছিলাম। সকালে বাড়ির অদূরে একটি আমনের ধান ক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে দেবীগঞ্জ থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে।’
দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার সরকার বলেন, সিআইডির ক্রাইম সিন ইউনিট নমুনা সংগ্রহ করেছে।
পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তিনি বলেন, ‘এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। এটি একটি হত্যাকাণ্ড বলে আমরা ধারণা করছি। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে।