ফরিদপুরের আলফাডাঙ্গা পৌর সদরের বাজারে চোরাই স্বর্ণ বিক্রির সময় চারজনকে আটক করেছে স্থানীয় জনতা ও পুলিশ। মঙ্গলবার (২৬ এপ্রিল) রাত ১১টার দিকে পৌর সদরের জনপ্রিয় জুয়েলার্সে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন আলফাডাঙ্গা উপজেলার কুসুমদী গ্রামের বাদশা শেখের ছেলে রবিউল শেখ, একই এলাকার গিয়াস, এবং পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলার দৈউলী গ্রামের ধলু শেখের ছেলে ইকলাচ শেখ। ইকলাচ শেখ আলফাডাঙ্গা বাজারে ফল ব্যবসায়ী হিসেবে পরিচিত।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিউল শেখ জনপ্রিয় জুয়েলার্সে চোরাই স্বর্ণ বিক্রির চেষ্টা করলে সন্দেহ হয় স্থানীয়দের। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। রবিউলের স্বীকারোক্তিতে তিন জনের নাম জানালেও তার দুই সহযোগীকে আটক করা হয়,ছিরু শেখের ছেলে আলী শেখ কে বাড়ীতে না পাওয়ায় আটক করা সম্ভব হয়নী। এ সময় চোরাই স্বর্ণ উদ্ধার করা হয়েছে।
খবর পেয়ে আলফাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটককৃতদের থানায় নিয়ে যায়। একইসঙ্গে, দোকান মালিক রবীন্দ্রনাথ কর্মকার রামকেও জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, “আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। উদ্ধারকৃত স্বর্ণ জব্দ করা হয়েছে। এ বিষয়ে আরও তদন্ত অব্যাহত রয়েছে।”
ঘটনার পর পুরো বাজার এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।