দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই সারাদেশে শুরু হয়েছে উপজেলা পরিষদ নির্বাচনের ডামাডোল।
তারই অংশ হিসেবে ফরিদপুর জেলার আলফডাঙ্গা উপজেলায় শুরু হয়েছে সম্ভাব্য প্রার্থীদের আলাপ আলোচনা ও প্রচার-প্রচার।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে জানা যায় সম্ভাব্য ০৬ (ছয়) জন চেয়ারম্যান পদপ্রার্থী আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। এছাড়াও একাধিক ভাইচ চেয়ারম্যান ও একাধিক মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আলোচনায় আছে।
তবে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আছে ১)বর্তমান উপজেলা চেয়ারম্যান- জাহিদ হাসান, ২) সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা- খান বেলায়েত হোসেন,৩) পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র- সাইফুর রহমান সাইফার, ৪) যুবলীগ নেতা- কাজী মনিরুল হক, ৫) পাচুড়িয়া ইউনিয়নের বারবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান- মিজানুর রহমান ও ৬) বর্তমান ভাইস চেয়ারম্যান ও কৃষকলীগ নেতা- শেখ দেলোয়ার হোসেন।
তারা প্রত্যেকেই মনে করেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে যেহেতু আওয়ামী লীগ দলীয় নমিনেশন দেবে না তাই কেউ বিশেষ সুবিধা পাবে না। এক্ষেত্রে নির্বাচন হবে জমজমাট এবং জনগণের ভোটের মাধ্যমেই নির্বাচিত হবেন আগামী উপজেলা পরিষদ চেয়ারম্যান। সাধারণ ভোটাররাও মনে করেন দলীয় প্রতিক না থাকলে মানুষ তাদের পছন্দের ব্যক্তিকে ভোট দিতে পারবে, নমিনেশন বাণিজ্য হবে না এবং পরিশেষে একজন যোগ্য প্রার্থী নির্বাচিত হবে।